বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে

বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে

নয়াদিল্লিঃ ভারতীয় জনতা পার্টি(বিজেপি)নেতৃত্বাধীন এনডিএ জোট ফের কেন্দ্ৰের ক্ষমতায় আসতে চলেছে। এমনটা হলে প্ৰধানমন্ত্ৰীর কুর্শিতে ফের দেখা যাবে নরেন্দ্ৰ মোদিকে। রবিবার প্ৰকাশিত বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্টে এই ইঙ্গিতই মিলেছে। গতকাল দেশে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্ৰহণ পর্ব মিটে যাওয়ার পর বিভিন্ন প্ৰচার মাধ্যম বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্ট প্ৰকাশ করে। রিপোর্টে বলা হয়েছে কংগ্ৰেস নেতৃত্বাধীন ইউপিএ জোট লোকসভার মোট আসনের অর্ধেক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। তবে সমীক্ষায় এটাও বলা হয়েছে যে অন্যান্য দলগুলির আসন সংখ্যা বেড়ে ৯৪ থেকে ১৩৮-এ দাঁড়াতে পারে।

১৪টি মিডিয়ার মধ্যে ১২টির সমীক্ষায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে এনডিএ জোট ২৮২ থেকে ৩৬৫টি আসন কব্জা করে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে। কেন্দ্ৰে সরকার গড়তে একটা দল বা জোটের নিদেন পক্ষে ২৭১টি আসনের প্ৰয়োজন। লোকসভার ৫৪৩টই আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ৫৪২টিতে।

বুথ ফেরৎ সমীক্ষায় বলা হয়েছে ইউপিএ জোট ৮২ থেকে ১৬৫টি আসন পাচ্ছে। ছটি বুথ ফেরৎ সমীক্ষায় বলা হয়েছে অন্যান্য দলগুলি ইউপিএ থেকেও বেশি আসন পাবে।

আইএএনএস-সি ভোটার তাদের বুথ ফেরৎ সমীক্ষায় বলছে,এনডিএ জোট ২৮৭টি আসনের হকদার হচ্ছে। রিপাবলিক ভারত জন কি বাত-এর মতে এনডিএ ৩০৫টি কব্জা করতে পারে। নিউজ ন্যাশনের সমীক্ষা বলেছে ২৮২-২৯০টি আসন যাচ্ছে এনডিএ-র ঝুলিতে। টাইমস নাও ভিএমআর-এর সমীক্ষা মতে,এনডিএ ৩০৬,ইন্ডিয়া নিউজ পলস্ট্ৰেট-এর হিসেবে ২৯৮ আসন দখল করবে এনডিএ। সুদর্শন নিউজ-এর বুথ ফেরৎ সমীক্ষায় ৩১৩টি আসন এনডিএ-র পক্ষে যাবে বলে উল্লেখ করেছে। ইন্ডিয়া টুডে-র মতে ৩৩৯-৩৬৫ আসন পাচ্ছে এনডিএ। নিউজ১৮-আইপিএসএস এনডিএ ৩৩৬ আসন পাবে বলে তাদের সমীক্ষায় মত ব্যক্ত করেছে। নিউজ ২৪টুডেজ চাণক্য-র মতে এনডিএ ৩৫০+-১৪ পাচ্ছে বলে উল্লেখ করেছে। নিউজ এক্স নেটার মতে এনডিএ পাচ্ছে ২৪২ আসন। সুবর্ণ নিউজ ৩০৫+-১০ এবং টিভিসিএনএস এনডিএ-র পক্ষে ২৯০-৩১০ আসন যাচ্ছে বলে তাদের সমীক্ষায় উল্লেখ করেছে।

অন্যদিকে আইএএনএস-সি ভোটার তাদের সমীক্ষায় ইউপিএ সাকুল্যে ১২৮টি আসন পাবে বলে মত প্ৰকাশ করেছে। রিপাবলিক ভারত জন কি বাতের মতে ইউপিএ ১২৪টি আসন পাচ্ছে। নিউজ ন্যাশনের মতে ইউপিএ ১১৮-১২৬,টাইমস নাও এমআরএর মতে ১৪২,ইন্ডিয়া নিউজ পলস্ট্ৰেট-১১৮,সুদর্শন নিউজ-১২১,এবিপি নেলসেন-১২৭,ইন্ডিয়া টুডে ২৪-টুডেজ চাণক্য ৯৫+-৯,নিউজ টেন নেটা-১৬৫,সুবর্ণ নিউজ-১২৪+-২ এবং ইন্ডিয়া টিভি সিএনএফ-এর সমীক্ষায় ইউপিএ ১১৫-১২৫ আসন পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামি ২৩ মে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com