Begin typing your search above and press return to search.
পঞ্চম দফা লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬২.৫৬ শতাংশ

নয়াদিল্লিঃ সোমবার দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ৬২.৫৬ শতাংশ ভোট পড়ে। পঞ্চম দফার নির্বাচনে দেশের সাত রাজ্যের ৫১টি কেন্দ্ৰে ভোট গ্ৰহণ করা হয়। সহকারী নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে একথা জানান। সাক্সেনা বলেন,মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৪২৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কিছু ছোটখাটো ঘটনা ছাড়া পঞ্চম দফা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই ছিল। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সংখ্যক ৭৩.৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন। রাজস্থানে ভোট দিয়েছেন ৬৩.৭৫ শতাংশ। ঝাড়খণ্ডে ৬৩.৭২,মধ্যপ্ৰদেশে ৬২.৬০,বিহারে ৫৭.৮৬,উত্তর প্ৰদেশে ৫৭.৩৫ এবং জম্মু ও কাশ্মীরে পঞ্চম দফায় ৮.৭৬ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছে।
Next Story