Begin typing your search above and press return to search.

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডঃ গুয়াহাটিতে মা কামাখ্যার আশীর্বাদ নিলেন বলিউড তারকারা

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডঃ গুয়াহাটিতে মা কামাখ্যার আশীর্বাদ নিলেন বলিউড তারকারা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Feb 2020 12:18 PM GMT

গুয়াহাটিতে আয়োজিত ৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে বলিউডের অভিনেতা,অভিনেত্ৰীরা শনিবার সকালে নীলাচল পাহাড়ে গিয়ে মা কামাখ্যার আশীর্বাদ চেয়ে নেন। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে শনিবার সন্ধে ৫.৩০ থেকে শুরু হচ্ছে মর্যাদাসম্পন্ন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বলিউডের যে সমস্ত তারকারা কামাখ্যা মন্দির দর্শন করেছেন তাঁদের মধ্যে ছিলেন করন জহর,বরুণ ধাওয়ান,আয়ুষ্মান খুরানা,থাঙলেন সৌবাম,নিকিতা জয়সিংঘানি,জেনা কটওয়াল এবং অমল মোরে। খবর রয়েছে,বলিউডের মোহময়ী অভিনেত্ৰী মাধুরী দীক্ষিত এবং আরও পাঁচজনের একটা গ্ৰুপ আজ বিকেলে কামাখ্যা মন্দির দর্শন করতে পারেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে বলিউড তারকারা শুক্ৰবার থেকেই গুয়াহাটি আসতে শুরু করেন। এই মেগা ইভেন্টে উপস্থিত থাকার জন্য আরও কয়েকজন আজ এ শহরে এসে পৌঁছনোর কথা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বুধবার থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Gossaigaon Organizing Committee welcomed BTR Signatories in Kokrajhar

Next Story
সংবাদ শিরোনাম