Begin typing your search above and press return to search.

অমিত শাহর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের এফআইআর গণতন্ত্ৰের প্ৰতি ধোঁকাবাজিঃ রাজনাথ

অমিত শাহর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের এফআইআর গণতন্ত্ৰের প্ৰতি ধোঁকাবাজিঃ রাজনাথ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 May 2019 1:16 PM GMT

নয়াদিল্লিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং বুধবার অভি্যোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি এবং তাঁর সরকার বিজেপি নেতা ও কর্মীদের ভয় দেখাতে রাজ্য প্ৰশাসন যন্ত্ৰের অপব্যবহার করছে। মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শোর সময় হিংসাত্মক ঘটনা ঘটা নিয়ে রাজ্য পুলিশ শাহর বিরুদ্ধে এফআইআর দাখিল করার একদিন পর স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেন।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বৃদ্ধি পাওয়ার ঘটনায় উৎকণ্ঠা ব্যক্ত করে রাজনাথ টুইট করে বলেন,‘কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শোতে আক্ৰমণের ঘটনা নিয়ে রাজ্য পুলিশ যে এফআইআর দাখিল করেছে তা গণতন্ত্ৰের প্ৰতি ধোঁকাবাজি’।

তিনি বলেন,মানুষের গণতান্ত্ৰিক অধিকার খর্ব করতে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য প্ৰশাসন যন্ত্ৰের অপব্যবহার করছে। ‘কোনও রাজনৈতিক দলের নেতা,কর্মীদের ভীতি প্ৰদর্শনের এমন প্ৰয়াস আখেরে শোচনীয়ভাবে ব্যর্থ হবে’। রাজ্যে রাজনৈতিক হিংসা বৃদ্ধিতে উদ্বেগ প্ৰকাশ করে তিনি বলেন,মনে হচ্ছে নির্বাচন প্ৰক্ৰিয়া চলাকালে ওই রাজ্যে আইনশৃংখলা দিনদিনই অধঃপাতে যাচ্ছে। আইনশৃংখলা রক্ষা একটা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব। রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার ও মুখ্যমন্ত্ৰীকে নিতে হবে’-টুইটে বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম