অটলবিহারী বাজপেয়ীর প্ৰথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰীর শ্ৰদ্ধার্ঘ্য

অটলবিহারী বাজপেয়ীর প্ৰথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰীর শ্ৰদ্ধার্ঘ্য

নয়াদিল্লিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর প্ৰথম মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এবং অন্যান্য নেতারা এদিন বাজপেয়ীর প্ৰথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্ৰতি শ্ৰদ্ধার্ঘ্য নিবেদন করেন। আজ সকালে রাষ্ট্ৰপতি কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী মোদি ও অন্যান্য নেতারা দিল্লিতে বাজপেয়ীর সমাধিস্থলে গিয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান। বাজপেয়ীর প্ৰথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজ্য বিজেপি-র কার্যালয়েও একটি স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী বাজপেয়ীর পালিতা কন্যা নমিতা কাউল ভট্টাচার্য এবং নাতনি নীহারিকাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। কণ্ঠশিল্পী তথা নেপথ্য গায়ক হরিহরণ এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাজপেয়ী।

অটলজির শেষ কৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বিজেপির কার্যালয় থেকে ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্মৃতিস্থলে গিয়েছিলেন। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্ৰীর স্মৃতি সৌধের কাছেই প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। বাজপেয়ীর প্ৰতি রাষ্ট্ৰীয় সম্মান প্ৰদর্শন করে দেশের বিভিন্ন পবিত্ৰ নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল তাঁর চিতাভস্ম। অটল বিহারী বাজপেয়ী দেশের দশম প্ৰধানমন্ত্ৰী হয়েছিলেন। এনডিএ-র কার্যকালে ১৯৯৮ সাল থেকে ২০০৪ অবধি প্ৰধানমন্ত্ৰী হিসেবে কার্যনির্বাহ করেছিলেন বাজপেয়ী। দেশের ইতিহাসে সেবারই প্ৰথম বিজেপি প্ৰার্থী হিসেবে প্ৰধানমন্ত্ৰীর আসন অলংকৃত করেছিলেন তিনি।

মৃত্যুর কয়েক বছর আগেই বাজপেয়ী সক্ৰিয় রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন বাজপেয়ী। অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর। ওই দিনটি ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। ২০১৪ সালে অটলবিহারী বাজপেয়ীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Dr Himanta Biswa Sharma Minister of Health today visited the historic Biswanath ghat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com