ওএনজিসিএল-এর পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগে আটক পাঁচ

ওএনজিসিএল-এর পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগে আটক পাঁচ

যোরহাটঃ যোরহাট জেলার তিতাবর মহকুমার অধীন ডাংধরা এলাকায় ওএনজিসিএল-এর পাইপ লাইন থেকে অশোধিত তেল চুরির মামলায় জড়িত অভিযোগে রবিবার রাতে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। বরহুলা থেকে শিবসাগরের মধ্যে ওএনজিসিএল-এর পাইপ লাইনে ড্ৰিলিং করে অশোধিত তেল পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। পুলিশ সূত্ৰ জানিয়েছে এখবর।

ওএনজিসিএল-এর একাংশ কর্মকর্তা,পুলিশ ও প্ৰচার মাধ্যমকে হাত করারও অভি্যোগ রয়েছে তেল চুরি চক্ৰটির বিরুদ্ধে। বরহুলার গ্যাস গেদারিং স্টেশন থেকে শিবসাগর জেলার এনপিটি-গেলেকি পর্যন্ত যাওয়া তেলের পাইপ লাইন থেকে তেল চুরি চক্ৰটি দীর্ঘ বছর ধরে অশোধিত তেল পাচার করছিল বলে অভিযোগে প্ৰকাশ। ওএনজিসিএল-এর একাংশ কর্মী ও পুলিশকে ম্যানেজ করার সুবাদে পাইপ লাইন থেকে তেল পাচার করা গ্যাংটির পক্ষে সহজ হয়েছে বলে আঁচ করা হচ্ছে। প্ৰায় দশ বছর বিরতির পর ওএনজিসিএল-এর পাইপ লাইন থেকে অশোধিত তেল চুরির মামলা প্ৰকাশ্যে আসে। রাজ্যে এধরনের এটি তৃতীয় ঘটনা। ২৫ তম অসম পুলিশ ব্যাটেলিয়ন তেল চুরির স্থান ও অশোধিত তেল চুরি চক্ৰকে শনাক্ত করে সাফল্যের নজির রেখেছে। ওএনজিসিএল-অসম এবং আরাকান বেসিন হেড কোয়ার্টার তিতাবর থানায় একটি এফআইআর দাখিল করার পরিপ্ৰেক্ষিতেই প্ৰথম তদন্তের কাজ শুরু করা হয়। এরপরই তেল চুরি চক্ৰে জড়িত অভিযোগে সাতজন ব্যক্তিকে তুলে আনার পর তাদের তিতাবরের সাবডিভিশনাল জুডিশিয়াল কোর্টে হাজির করানো হয়েছে। আদালতের নির্দেশে এদের চারদিন পুলিশ হেফজতে রাখা হয়েছিল বলে সূত্ৰটি জানায়।

পুলিশ আরও বলেছে,চার মিটার ব্যাসার্ধের পাইপ লাইনটি বরহুলা থেকে তিতাবর-আমগুড়ি হয়ে শিবসাগরে গেছে। বলা হয়েছে,২৫ থেকে ৪০ বছর বয়সী প্ৰায় ১৫ জন যুবকের একটি গ্যাং কয়েকশো মেট্ৰিক টন অশোধিত তেল পাচারে জড়িত রয়েছে।

তেল চুরি ঘটনায় গ্ৰেপ্তার ব্যক্তিদের নাম নকুল গগৈ,বিকাশ বরা,বসন্ত ওরাং,ধনী শইকিয়া এবং বিপুল বরদলৈ। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ তেল চুরি চক্ৰের মূল মাথার হদিশ খোঁজার চেষ্টা করছে। মাধোপুর পুলিশ ফাঁড়ির অধীন ডাংধরা এবং চেকুরিয়া গাঁওয়ে অভিযান চালিয়ে পুলিশ এই পাঁচ ব্যক্তিকে তাদের বাড়ি থেকে তুলে আনে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police arrest 7 dacoits involved in Nagaon Reliance Petrol Pump robbery incident

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com