এনআরএল বিমার আওতায় আসছেন কাজিরঙার বনকর্মীরা

এনআরএল বিমার আওতায় আসছেন কাজিরঙার বনকর্মীরা
Published on

গুয়াহাটিঃ কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের(কেএনপি)মোট ১,১২৯ জন বনকর্মী এখন নুমলিগড় শোধনাগার লিমিটেডের(এনআরএল)বিমার আওতায় আসছেন। উদ্যানের এই সব বনকর্মীরা প্ৰায়ই বন্য জীবজন্তু এবং সেইসঙ্গে চোরাশিকারির আক্ৰমণের মুখে পড়েন। উদ্যানের এই সব কর্মীদের বিপদের কথা মাথায় রেখে এনআরএল এঁদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির গ্ৰুপ ইন্স্যুরেন্সের আওতায় আনছে। এরজন্য এনআরএলকে ধন্যবাদ জানাতেই হয়।

এনআরএল-এর এমডি এসকে বরুয়া গ্ৰুপ পার্সোনেল অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স পলিসি আনুষ্ঠানিকভাবে তুলে দেন কেএনপির সঞ্চালক পি শিবকুমারের হাতে। উজান অসমের ডিএফও(ওয়াইল্ড লাইফ ডিভিশন)রোহিনী বল্লভ শইকিয়া,এনআরএল ও কাজিরঙা ন্যাশনাল ইন্সুরেন্সের কর্মীরা রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনআরএল-এর সিএসআর-এরআংশ হিসেবে এই বিমার পলিসি গ্ৰহণ করা হয়েছে। এই বিমার মাধ্যমে প্ৰতিজন বনকর্মীকে ৫ লক্ষ টাকার বিমার আওতায় আনা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com