আইএনএক্স মিডিয়া মামলাঃ তিহার জেলে পাঠানো হলো চিদম্বরমকে

আইএনএক্স মিডিয়া মামলাঃ তিহার জেলে পাঠানো হলো চিদম্বরমকে

নয়াদিল্লিঃ প্ৰাক্তন অর্থমন্ত্ৰী পি চিদম্বরমকে বৃহস্পতিবার রাজধানী দিল্লির তিহার জেলে পাঠানো হয়েছে। নর্থ ব্লক থেকে অভ্যস্ত চিদম্বরমের পক্ষে তিহার জেলের পরিবেশে মানিয়ে নেওয়া যে সহজ হবে না তা বলা বাহুল্য। চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকেও এর আগে তিহার জেলে রাখা হয়েছিল।

আইএনএক্স মিডিয়া মামলায় বৃহস্পতিবার এখানকার একটি আদালতে চিদম্বরমকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আগামি ১৬ সেপ্টেম্বর ৭৪ বছর বয়সী চিদম্বরমের জন্ম দিন। তাই চিদম্বরমকে ওই দিনটি জেলেই কাটাতে হচ্ছে। আদালত চিদম্বরমকে তাঁর ওষুধপত্ৰ সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। চিদম্বরম যেহেতু জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছিলেন সেই হেতু কোর্ট তাঁর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা সহ একটা পৃথক সেলে রাখার অনুমতি প্ৰদান করেছে।

সিবিআই এই মামলায় কংগ্ৰেসের এই বরিষ্ঠ নেতাকে গ্ৰেপ্তার করে তদন্ত জারি রেখেছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে কাটানোর পর চিদম্বরম আইনি বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। চিদম্বরমের মতো একজন হাইপ্ৰোফাইল নেতা যেহেতু জেলে রয়েছেন তাই তার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে বলে অনেকেই আশা করছেন।

‘চিদম্বরমের ব্যাপারে কোনও বিশেষ প্ৰস্তুতি নিতে বলা হয়েছে কিনা জানতে চাওয়া হলেও কারাগারের ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল বলেন,‘কারাগার তো কারাগারই। আমরা শুধু কোর্টের নির্দেশ অনুসরণ করবো। কারো জন্য জেলে বিশেষ কোনও ব্যবস্থা নেই’। তিনি আরও বলেন,স্বাভাবিক কয়েদিদের মতোই দেখা হবে চিদম্বরমকে।

অর্থনৈতিক অপরাধের অভিযোগেই চিদম্বরম বিচারের মুখোমুখি হয়েছেন। তাঁর বয়েসও ৭০ ঊর্ধ্বে। গোয়েল বলেন,জেলের ম্যানুয়েল অনু্যায়ী আমরা কাজ করবো।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Video | 58th Teachers' Day observed at Tinsukia and Digboi

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com