Begin typing your search above and press return to search.

রাষ্ট্ৰীয় সড়কঃ কাজ না করলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনএইচআইডিসিএলকে বললেন মুখ্যমন্ত্ৰী

রাষ্ট্ৰীয় সড়কঃ কাজ না করলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনএইচআইডিসিএলকে বললেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Jun 2019 1:28 PM GMT

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার শোণিতপুর জেলা সফরকালে জেলায় নির্মীয়মাণ রাষ্ট্ৰীয় সড়কের চার লেনের কাজ পর্যালোচনা করেন এনএইচআইডিসিএল এবং পূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তেজপুর বিমানবন্দরে পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জেলায় রাষ্ট্ৰীয় সড়কে চারলেনের কাজের মন্থরতা দেখে পর্যালোচনা সভায় অসন্তোষ ব্যক্ত করেন সোনোয়াল। মুখ্যমন্ত্ৰী এনইইচআইডিএল-এর জেনারেল ম্যানেজারকে নির্মাণ কাজে গতি আনার জন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের আহ্বান জানান। তাছাড়া যে সব ঠিকাদার কাজ করছেন না কিংবা কাজে ঢিলেমি দিচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্ৰহণ করতে জেনারেল ম্যানেজারকে বলেছেন মুখ্যমন্ত্ৰী। চারলেনের পাশাপাশি সড়কে মেরামতির কাজ চালিয়ে যেতেও মুখ্যমন্ত্ৰী জেনারেল ম্যানেজারকে বলেছেন।

এছাড়াও তেজপুর থেকে কলিয়াবর অবধি রাষ্ট্ৰীয় সড়কের নির্মাণ কাজ ক্ষিপ্ৰতর করার জন্য সোনোয়াল নগাঁও ডিভিশনের পূর্ত বিভাগের(এনএইচ)এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন। তাছাড়া মিশন চারালি থেকে জামুগুড়ি পর্যন্ত পথের অংশ মেরামত করতে প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। তেজপুর বিমানবন্দরে বিমান যোগাযোগ ব্যবস্থাও এদিন এয়ারপোর্ট ডিরেক্টরের সঙ্গে পর্যালোচনা করেন সোনোয়াল। মুখ্যমন্ত্ৰী বলেন,তেজপুর থেকে নিয়মিত বিমান উড়ানের সংখ্যা বৃদ্ধি এবং বিমান যাত্ৰীদের জন্য উন্নত সু্যোগ সুবিধার ব্যবস্থা করা নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন শোণিতপুরের জেলাশাসক নরসিং পাওয়ার সাম্বাজি।

Next Story
সংবাদ শিরোনাম