অভিযুক্তরা হেফাজত থেকে ফেরার হওয়ায় রাজ্য পুলিশের দায়িত্ব নির্ধারণ করার নির্দেশ গৃহ বিভাগের

অভিযুক্তরা হেফাজত থেকে ফেরার হওয়ায় রাজ্য পুলিশের দায়িত্ব নির্ধারণ করার নির্দেশ গৃহ বিভাগের

গুয়াহাটিঃ রাজ্য সরকারের গৃহ এবং রাজনৈতিক বিভাগ অসম পুলিশকে বিভাগীয় কাজকর্ম দেখাশোনার জন্য পুলিশ অফিসার,কর্মীদের দায়িত্ব নির্ধারণ করে দিতে বলেছে। গত কয়েক মাস ধরে রাজ্যে পুলিশ হেফাজত থেকে অভিযুক্ত পালিয়ে যাওয়ার বেশকটি ঘটনা ঘটেছে। কর্তব্যরত কোন পুলিশ অফিসার বা কর্মীর অবহেলায় অভিযুক্ত ফেরার হওয়ার সু্যোগ পাচ্ছে সেই দিকটির প্ৰতি লক্ষ্য রেখেই গৃহ ও রাজনৈতিক বিভাগ অসম পুলিশের অফিসার,কর্মীদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভুল কাজ করা পুলিশ অফিসার ও কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই গৃহ ও রাজনৈতিক বিভাগের এই পদক্ষেপ। গত কয়েক মাস ধরে পুলিশ হেফাজত থেকে অভিযুক্তের ঘন ঘন ফেরার হওয়ার ঘটনায় গৃহ ও রাজনৈতিক বিভাগ রীতিমতো দুশ্চিন্তাগ্ৰস্ত। বিভাগটির মতে এধরনের ঘটনা রাজ্য পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে প্ৰশ্ন চিহ্নের মুখে ঠেলে দেবে। কর্তব্যরত কোন কোন পুলিশ অফিসারের অবহেলা বা গাফিলতির জন্য অভিযুক্ত পালিয়ে যাচ্ছে। সেব্যাপারে নিশ্চিত হতে অসম পুলিশকে বিভাগীয় পর্যায় তদন্তের ব্যবস্থা করতে বলেছে বিভাগটি।

দায়িত্ব নির্ধারণ করে দেওয়ার পর রাজ্য পুলিশের ভুল করা কিংবা অন্যায়কে আশকারা দেওয়া পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় প্ৰক্ৰিয়া শুরু করার নির্দেশ দিয়েছে গৃহ ও রাজনৈতিক দপ্তর। বিভাগটি রাজ্য পুলিশের সদর দপ্তরে পাঠানো এক চিঠিতে বলেছে,হেফাজত থেকে এভাবে অভিযুক্তরা যদি পালাতে থাকে তাহলে পুলিশের বিশ্বাস্যোগ্যতা এম সময় তলানি গিয়ে ঠেকবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Dr Himanta Biswa Sharma Minister of Health today visited the historic Biswanath ghat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com