Begin typing your search above and press return to search.

জি-২০ শীর্ষ সম্মেলনঃ জাপান,আমেরিকা ও ভারতকে ‘জেএআই’ আখ্যা মোদির

জি-২০ শীর্ষ সম্মেলনঃ জাপান,আমেরিকা ও ভারতকে ‘জেএআই’ আখ্যা মোদির

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Jun 2019 12:57 PM GMT

ওসাকাঃ জাপ শহর ওসাকায় শুক্ৰবার জি-২০ শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার প্ৰাক্কালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,আমেরিকার রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্প এবং জাপানের প্ৰধানমন্ত্ৰী শিনজো আবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। মোদি তিন দেশের এই বৈঠককে ‘জেএআই’ নামে অভিহিত করেন। দুই রাষ্ট্ৰনেতার সামনে জেএআই-র অর্থ ব্যাখ্যা করে মোদি বলেন জে ফর জাপান,এ ফর আমেরিকা এবং আই-র অর্থ হচ্ছে ইন্ডিয়া। এই তিনটি বর্ণ ‘জেএআই’-র হিন্দি অর্থ দাঁড়াচ্ছে জয় অর্থাৎ ইংরেজিতে যাকে ভিক্টরি বলা হয়। বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্ৰপ্ৰধানের সামনে এভাবেই ‘জেইআই’-র পুরো ভাবধারা নিটোল ও পরিচ্ছন্নভাবে তুলে ধরেন মোদি।

মোদি তাঁর চিরাচরিত ‘সবকা সাথ,সব কা বিকাশ’ উক্তিটি তুলে ধরে দুই বিশ্ব নেতার দৃষ্টি আকর্ষণ করেন। মোদি বলেন,এই তিন দেশের রাষ্ট্ৰ নায়ক এবং তাদের সংশ্লিষ্ট দেশগুলি উন্নতি,অগ্ৰগতির পথে এগোতে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে। ‘সবকা সাথ,সবকা বিকাশের অর্থ হচ্ছে ‘আমরা একসঙ্গে অগ্ৰগতির পথে এগোবো,একসঙ্গে মিলে মিশে গড়বো শক্তিশালী রাষ্ট্ৰ’। এভাবেই বিশ্বের প্ৰথম সারির নেতাদের সামনে নিজের মনোভাব ব্যক্ত করেন প্ৰধানমন্ত্ৰী মোদি। বৈঠকে তিন রাষ্ট্ৰপ্ৰধান উন্নয়ন ও নিরাপত্তার সঙ্গে অগ্ৰগতির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটা সুষ্ঠু ফ্লেমওয়র্ক প্ৰস্তুত করে কাজ করার ব্যাপারে সহমত পোষণ করেন। এই তিন দেশের মধ্যে ত্ৰিপাক্ষিক বৈঠকে মোদিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এবং এই গ্ৰুপিঙের সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেছে ভারত

ত্ৰিপাক্ষিক এই বৈঠকে অংশগ্ৰহণ করে আমেরিকার রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্প ভারত ও জাপ প্ৰধানমন্ত্ৰীকে অভিনন্দন জানান তাদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভাল কাজ করার সুবাদে।

ত্ৰিপাক্ষিক আলোচনার সূচনা করে মোদি বলেন,‘ভারত-প্ৰশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা একটা অভিন্ন ধারা শেয়ার করতে পারি। ‘আমরা এমন এক একটা স্থানে বসবাস করছি যে দেশগুলি শান্তি ও সংহতির ওপর অত্যন্ত আস্থাশীল। আমরা গণতন্ত্ৰে বিশ্বাসী এবং সেইহেতু এই অঞ্চলগুলোর উন্নয়ন,অগ্ৰগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের কর্তব্য’।

তিনি আরও বলেন,আমেরিকার স্বপ্ন রয়েছে বিশ্বে আবার সেরা স্থানে পৌঁছনোর এবং আমরাও এটাই চাইছি। জাপান তাদের বাস্তব দৃষ্টিভঙ্গি এবং চেষ্টায় একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতও তার ‘সবকা সাথ,সবকা বিকাশ’ মন্ত্ৰ এবং মেক ইন্ডিয়ার দৌলতে অগ্ৰগতির পথে এগিয়ে চলেছে। আমরা তিন রাষ্ট্ৰই উন্নতির পথে এগোতে যে যার মতো অবদান রাখছি’।

মোদি আরও বলেন,শেষ বার আর্জেণ্টিনায় তাঁরা মিলিত হয়েছিলেন। এরপর আবার তাঁদের সাক্ষাৎ হলো লক্ষ্যে পৌঁছতে এখন আমাদের মধ্যে আস্থা ও ক্ষমতা অনেক বেড়েছে। এই বৈঠকে আলোচনা ফলপ্ৰসূ হবে বলেই মনে করেন মোদি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বৃষ্টির জল ধরে রাখতে গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে ব্যক্তিগত চিঠি মোদির

Next Story