প্ৰয়াত এসআই ভাস্কর কলিতাকে সাহসিকতার জন্য মরণোত্তর পুলিশ পদক

প্ৰয়াত এসআই ভাস্কর কলিতাকে সাহসিকতার জন্য মরণোত্তর পুলিশ পদক

গুয়াহাটিঃ ৭৩তম স্বাধীনতা দিবসে অসম পুলিশের সাব-ইন্সপেক্টর প্ৰয়াত ভাস্কর কলিতা সাহসিকতার জন্য মরণোত্তরভাবে পুলিশ পদক পাচ্ছেন। এছাড়াও কর্মক্ষেত্ৰে উল্লেখযোগ্য সেবার জন্য রাজ্য পুলিশ আরও ১২ জন অফিসার ও কর্মী পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। আরও তিনজন পাচ্ছেন অগ্নি নির্বাপক সেবা পদক তাঁদের অসামান্য কাজের জন্য। রাজ্যের আরও দশজন পুলিশ কর্মীকে তাদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্ৰীর পুলিশ পদক নিয়ে সম্মানিত করা হয়েছে।

প্ৰয়াত এসআই ভাস্কর কলিতা বরদুমসা থানার ওসি ছিলেন। ২০১৮ সালের ৪মে বিদ্ৰোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছিলেন। সংঘর্ষের সময় কলিতার পরনে বুলেট প্ৰুফ জ্যাকেট ছিল। কিন্তু তা সত্ত্বেও ওই জ্যাকেট বিদ্ধ হয়ে তার বুক ঝাঝরা করে দিয়েছিল সন্ত্ৰাসীদের গুলি। পরবর্তী সময়ে ওই বুলেট প্ৰুফ জ্যাকেটের যথার্থতা নিয়ে রাজ্যে বিতর্কের ঝড় বয়ে যায়। ৭৩তম স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে বুধবার এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়।

কর্মক্ষেত্ৰে উল্লেখযোগ্য সেবার জন্য যে ১২ জন পুলিশ কর্তাও কর্মীর নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন ডিসিপি(সিকিউরিটি অ্যান্ড ইনটেলিজেন্স ইন গুয়াহাটি পুলিশ কমিশনারেট)বেদান্ত মাধব রাজখোয়া,ডিএসপি(হেড কোয়ার্টার,সিআইডি)দ্বিজেন চন্দ্ৰ দাস,বিআই(ইউ)ইন্সপেক্টর(ইউবি)প্ৰফুল্ল বর্মন,দেরগাঁও পুলিশ ট্ৰেনিং কলেজ এসআই(এবি)কে বসন্ত সিংহ,গোয়ালপাড়া ডিইএফ(এএসআই)অপূর্ব শর্মা,পাঁচগ্ৰাম পুলিশ স্টেশনের এএসআই(ইউবি)মুজহারুল ইসলাম লস্কর,সদিয়া ডিইএফ হেড কনস্টেবল মানব সোনোয়াল,নায়েক রন্টু কুমার গগৈ,তিনসুকিয়া ডিইএফ কনস্টেবল(এবি)কৃপাসিন্ধু পুরকায়স্থ,কনস্টেবল(এবি)অবনী কুমার চক্ৰবর্তী,কনস্টেবল(ইউবি)মোহেশ্বর সোনোয়াল এবং সিআইডি কনস্টেবল(ইউবি)উৎপল জ্যোতি ডেকা।

ফায়ার সার্ভিস পদকের জন্য নির্বাচিত তিনজন হলেন সাব ইন্সপেক্টর কুলেশ্বর টেরন,লিডিং ফায়ারম্যান প্ৰমোদ তালুকদার এবং হাবিলদার(এসডিআরএফ)প্ৰসন্ন টেরন।

কর্মক্ষেত্ৰে অসামান্য অবদান রাখায় মুখ্যমন্ত্ৰীর পুলিশ পদকের জন্য নির্বাচিত ১০ জন পুলিশ অফিসার ও কর্মী হলেন অ্যাসিসটেন্ট আইজিপি(প্ৰশাসন,হেডকোয়ার্টার)রফিউল আলম লস্কর,বিজনি এসডিপিও প্ৰকাশ মেধি,ফায়ার অ্যান্ড ইমারজেন্সি চার্ভিস,গুয়াহাটি ডিভিশনাল অফিসার(ইস্ট)মুকুন্দ মুরারী মহন্ত,দেরগাঁও আর্মড পুলিশ ট্ৰেনিং সেন্টার ইন্সপেক্টর(এবি)বচন সিং,গোয়ালপাড়া ডিইএফ এসআই(ইউবি)মহম্মদ ইমদাদুল হুসেইন,ডিমা হাসাও ডিইএফ এসআই(ইউবি)রুদ্ৰকান্ত বরদলৈ,এসবি কাহিলিপাড়া এসআই(ইউবি)দেবজিৎ কুমার বোড়ো,গুয়াহাটি পুলিশ কমিশনারেট এসআই(ইউবি)অভিষেক বোড়ো,গোয়ালপাড়া(ডিইএফ এসআই ইউবি)সাবির আলি এবং গোলাঘাট ডিইএফ ইউবিসি রূপম কুমার দিহিঙ্গিয়া।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Chief Minister Sarbananda Sonowal hoisted the National Flag at Khanapara Veterinary Field

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com