গুয়াহাটিঃ গুয়াহাটি পুলিশের অপরাধ শাখা সহ রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত ফৌজদারি অপরাধের মামলাগুলোর তদন্তে অসম পুলিশের ৪৩৫ জন কর্মকর্তাকে ব্যবহার করতে গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সমস্ত পুলিশ কর্মীদের আইনশৃঙ্খলা,ভিআইপিদের নিরাপত্তা ইত্যাদি সহ অন্য কোনও কর্তব্যে ব্যবহার না করতে। ‘এই ৪৩৫ জন পুলিশ কর্মকর্তাকে নির্দিষ্ট কাজে লাগানো যাবে তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য,যদি কোনও চরম জরুরি অবস্থা দেখা দেয়’। বিচারপতি অচিন্ত্য মল্ল বুজরবরুয়া এবং বিচারপতি মীর আলফাজ আলিকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ সম্প্ৰতি এই নির্দেশ দিয়েছে।
উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে গুয়াহাটি অপরাধ শাখা থানা পুলিশ কেবল তদন্তের জন্য নির্ধারিত ৪৩৫ পুলিশ কর্মকর্তার তালিকার বাইরে থেকে একচেটিয়াভাবে পরিচালিত হবে।
পুলিশ থানা অন্য কোনও কর্মকর্তাকে এই কাজে লাগাতে পারবে না শুধু প্ৰশাসনিক ও অপারেশনাল রিকোয়ামেন্ট ছাড়া। তাদের কোনওভাবেই তদন্তের কাজে জড়ানো যাবে না।
কোর্টের নির্দেশিকা অনু্যায়ী,বিভিন্ন থানায় ঝুলে থাকা ফৌজদারি মামলার সংখ্যা ও প্ৰকৃতির ওপর নির্ভর করে এরং পুলিশ বিভাগের প্ৰয়োজন অনু্যায়ী এই ৪৩৫ জন থেকে কর্মী মোতায়েন করা হবে। এই ৪৩৫ জন পুলিশ কর্মকর্তাকে অসম পুলিশের তদন্ত শাখায় অন্তর্ভুক্ত করা হবে। এই সমস্ত পুলিশ কর্মীদের একই শাখায় রাখা হবে এবং প্ৰশাসনিক প্ৰয়োজনে এদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা যাবে।
গুয়াহাটি পুলিশের অপরাধ শাখাকে শীঘ্ৰই কর্মক্ষম করে তোলার জন্য ব্যবস্থা নিতে গৃহ ও রাজনৈতিক বিভাগকে নির্দেশ দিয়েছে আদালতে। কোর্ট অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে(প্ৰোসিকিউশন অ্যান্ড ট্ৰেনিং)জুডিশিয়াল অ্যাকাডেমির সঙ্গে সহযোগিতা করতেও বলেছে,ওই ৪৩৫ জন পুলিশ কর্মকর্তার প্ৰশিক্ষণের জন্য। হাইকোর্ট ইতিপূর্বে এটা লক্ষ্য করেছে অসম পুলিশে তদন্তকারী শাখার অনুপস্থিতির জন্য বর্তমান পুলিশ কর্তাদের ওপর বাড়তি কাজের চাপ রয়েছে।। এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের ফৌজদারি মামলার তদন্ত,আইনশৃঙ্খলা এবং ভিআইপিদের নিরাপত্তার বিষটিও দেখতে হতো। হাইকোর্ট চলতি বছরের এপ্ৰিলে অসম পুলিশকে তাদের বর্তমান ফোর্স থেকে একটা পৃথক তদন্তকারী শাখা গঠনের মোডালিটি প্ৰস্তুত করতে বলেছিল।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বাংলাদেশ সীমান্তের সব এলাকায় বেড়ার কাজ সম্পূর্ণ করা যায়নি বিভিন্ন সমস্যার জন্যঃ ত্ৰিপুরার সাংসদ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament