সানাউল্লাহ-র জামিন মঞ্জুর করলো গৌহাটি হাইকোর্ট

গুয়াহাটিঃ বিদেশি ট্ৰাইবুনাল(এফটি)কর্তৃত্ব বিদেশি ঘোষিত প্ৰাক্তন ভারতীয় সেনা অফিসার সানাউল্লাহ-র আবেদন নিয়ে আজ শুনানি গ্ৰহণ করে গৌহাটি হাইকোর্ট। এদিন গৌহাটি হাইকোর্ট প্ৰাক্তন সেনা কর্তা মহম্মদ সানাউল্লাহ-র আবেদনটি শুনানির জন্য গ্ৰহণ করে তার জামিন মঞ্জুর করে। ২০ জাহার ’টাকা বন্ডের বিনিময়ে এই জামিন মঞ্জুর করে আদালত।
গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ অসম সরকারের সঙ্গে ভারত সরকার,নির্বাচন কমিশন,রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)কর্যালয় এবং তদন্তকারী অফিসার চন্দ্ৰমল দাসকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করে।
প্ৰাক্তন ভারতীয় সেনা অফিসার সানাউল্লাহকে বিদেশি ট্ৰাইবুনাল(এফটি)বিদেশি ঘোষণা করে গত ২৯ মে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল।
কামরূপ জেলার বকোর বিদেশি ট্ৰাইবুনাল গত ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মহম্মদ সানাউল্লাহর উদ্দেশে নোটিশ জারি করেছিল এবং পরে তাকে বিদেশি ঘোষণা করে।
কামরূপ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব শইকিয়ার মতে,২০০৮ সালে কামরূপ জেলার বিদেশি ট্ৰাইবুনালে একটি মামলা রুজু করা হয়েছিল। ট্ৰাইবুনালের রায়ের পর প্ৰাক্তন সেনা আধিকারিককে গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।
সানাউল্লাহর জন্ম হয়েছিল কামরূপ জেলার ছয়গাঁওয়ের কলহিকাষ গ্ৰামে ১৯৬৭ সালের ৩০ জুলাইয়ে। ১৯৮৫ সালে বকোর চাম্পুপাড়া সরকারি হাইস্কুল থেকে তিনি ম্যাট্ৰিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এরপর বরপেটা জেলার চেঙা কলেজে পড়াশোনা করেন সানাউল্লাহ। ২০১৭ সালের ৩১ মে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। ২০১৮ সালে অসম পুলিশের সীমান্ত শাখায় পুলিশ সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দেন। কামরূপ জেলার বাইহাটা চারালি থানায়ও কার্যনির্বাহ করেছেন তিনি। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর রাষ্ট্ৰপতির কাছ থেকে শংসাপত্ৰও পেয়েছিলেন সানাউল্লাহ।