গৌহাটি হাইকোর্র্টে চাকরি,সিস্টেম অ্যাসিস্টেন্ট পদের জন্য(বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা)
পদের নামঃ সিস্টেম অ্যাসিস্টেন্ট
শিক্ষাগত যোগ্যতাঃ বিসিএ,পিজি ডিপ্লোমা,ডিপ্লোমা
খালি পদঃ ০৬
বেতনঃ ১৪০০০ টাকা-৬০,৫০০ টাকা প্ৰতিমাসে
অভিজ্ঞতাঃ ১-২ বছর
চাকরির স্থানঃ গুয়াহাটি
শেষ তারিখঃ ০৫/১২/২০১৯
আবেদন মাশুলঃ পিডব্লিউডি(পারসন উইথ ডিএসএবিলিটি)প্ৰার্থীদের কোনও মাশুল দিতে হবে না। ,প্ৰার্থীদের কি পরিমাণ আবেদন মাশুল আদায় দিতে হবে তার বিস্তারিত ইঙ্গিত দেওয়া হয়েছে। এসটি(পি)এবং এসটি(এইচ)-এর ক্ষেত্ৰে আবেদন মাশুল ১৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখঃ অনলাইনে আবেদনপত্ৰ দাখিল শুরু হয়েছে ২২-১১-২০১৯-এর দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ ০৫-১২-২০১৯-এর বিকেল ৪.৩০ পর্যন্ত। ফি আদায় দেওয়ার শেষ তারিখ ০৭-১২-১৯-এর ব্যাংক লেনদেন চলা পর্যন্ত।
কিভাবে আবেদন করবেনঃ সে সমস্ত প্ৰার্থী প্ৰয়োজনীয় ক্ৰায়েটরিয়া পূরণে সক্ষম তারা অনলাইনে আবেদন ফর্ম দাখিল করতে পারবেন,হোম পেজ অফ দ্য ওয়েবসাইট www.ghconline.gov.in-এ উল্লেখ করা পদক্ষেপগুলো অনুসরণ করে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ প্ৰোজেক্ট টেকনিক্যাল অফিসার,টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদের জন্য আরএমআরসিএনই-তে চাকরি