নাগরিকত্ব সংশোধনী বিলের (ক্যাব) প্ৰতিবাদে রাজ্যে প্ৰতিবাদের ঝড় বয়ে চলায় গৌহাটি বিশ্ববিদ্যালয় বুধবারের সব পরীক্ষা স্থগিত রেখেছে। ক্যাবের প্ৰতিবাদ রাজ্য অগ্নিগর্ভ হয়ে ওঠায় যেকোনও রকমের অপ্ৰীতিকর পরিস্থিতি এড়াতেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা্ৰ পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। উল্লেখ্য, বিতর্কিত বিলটি বুধবার দুপুর দুটোয় রাজ্যসভায় তোলা হবে।
Also Read: অসমের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আজ রাজ্যসভায় উঠছে নাগরিকত্ব সংশোধনী বিল
Also Watch: Assam is heating up, Lakhs of People take to street to protest against CAB on Saturday, Watch Here