সেনা প্ৰধানের দায়িত্ব সমঝে নিলেন জেনারেল নারাভানে

সেনা প্ৰধানের দায়িত্ব সমঝে নিলেন জেনারেল নারাভানে

নয়াদিল্লিঃ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে মঙ্গলবার সেনাপ্ৰধানের দায়িত্ব গ্ৰহণ করলেন। নারাভানে এদিন জেনারেল বিপিন রাওয়াতের কাছ থেকে দায়িত্ব সমঝে নেন। জেনারেল বিপিন রাওয়াতকে ভারতের প্ৰথম চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। জেনারেল নারাভানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ পদে ছিলেন। এরআগে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। ইস্টার্ন কমান্ডে থাকাকালে চিনের সঙ্গে থাকা ভারতের প্ৰায় ৪০০০ কিলোমিটার সীমান্ত এলাকার তদারক করতে হয়েছে তাঁকে। ৩৭ বছরের কর্মজীবনে জেনারেল নারাভানে সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডে স্টাফ অ্যাপয়েন্টমেন্ট ইন পিচ,ফিল্ড এবং জম্মু ও কাশ্মীর এবং উত্তরপূর্বাঞ্চলে সন্ত্ৰাসী কার্যকলাপের বিরুদ্ধে পাল্টা সক্ৰিয় ব্যবস্থা গ্ৰহণের সঙ্গে জড়িত ছিলেন।

প্ৰায় চার দশকের সামরিক ক্যারিয়ারে সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডে যোগ্যতার সঙ্গে কাজ করেছেন জেনারেল নারাভানে। উত্তর পূর্বাঞ্চল এবং জম্মু ও কাশ্মীরে পিচ অ্যান্ড ফিল্ডে স্টাফ নিয়োগে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। শ্ৰীলংকায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনীরও অংশ ছিলেন তিনি। অফিসার রাষ্ট্ৰীয় রাইফেলস ব্যাটেলিয়নও পরিচালনা করেছেন। আসাম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেল(উত্তর)থাকাকালে একটি ইনফেনট্ৰি ব্ৰিগেডও প্ৰতিষ্ঠা করেছিলেন তিনি। সিমলা এবং কলকাতায় ইস্টার্ন কমান্ডে সেনা প্ৰশিক্ষণ কমান্ড সাফল্যের সঙ্গে সম্পাদন করার পর ২০১৭ সালে জিওসি দিল্লি এলাকায় প্ৰজাতন্ত্ৰ দিবসের প্যারেড অনুষ্ঠান পরিচালনা করেছিলেন নারাভানে। জেনারেল নারাভানে স্কুলের পড়াশোনা করেন পুনের ডাইয়ানা প্ৰবোধনী প্ৰাশালয়ে। ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্ৰি রয়েছে তাঁর। ডিফেন্স এবং ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিলও করেছেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Habitat Loss leads to rise in Man-Elephant Conflict in West Karbi Anglong’s Kheroni

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com