Begin typing your search above and press return to search.
পাঁঠার মাংসের দর কেজি প্ৰতি ৫৬০ টাকা বেঁধে দিল জিজিকিউএমএ

গুয়াহাটিঃ গ্ৰেটার গুয়াহাটি কুরেশি মিট অ্যাসোসিয়েশন(জিজিকিউএমএ)পাঁঠার মাংসের দর প্ৰতি কেজি ৬০০ টাকা থেকে হ্ৰাস করে ৫৬০ টাকা বেঁধে দিয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকবুল আহমেদ সোমবার গুয়াহাটিতে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন,গত ১১ মে অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মর্মেই পাঁঠার মাংসের দর কমানো হয়েছে।
পাঁঠার মাংসের দর কেজি প্ৰতি ৬০০ টাকায় বৃদ্ধি পেয়েছিল সরকারি কসাইখানাগুলি পাঁঠা কাটার জন্য অতিরিক্ত দর হাঁকানোয়। ‘তবে এখন সরকারি কসাইখানাগুলি কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এরফলে কিছুটা কম দামে আমরা পাঁঠার মাংস বিক্ৰি করতে পারছি। পাঁঠার মাংসের নতুন দর কার্যকরী হয়েছে ২০১৯-এর ১৪ মে থেকে’।
পাঁঠার মাংস বিক্ৰির সঙ্গে জড়িত ব্যক্তিদের বেঁধে দেওয়া দামে মাংস বিক্ৰি করার জন্য অনুরোধ জানিয়েছেন আহমেদ।
Next Story