দুর্নীতি নির্মূলে লোভ পরিহার করুন,আহ্বান মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের

দুর্নীতি নির্মূলে লোভ পরিহার করুন,আহ্বান মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল দুর্নীতি নির্মূলের জন্য জনপ্ৰতিনিধিদের লোভ পরিহার করার আবেদন জানিয়েছেন। শুক্ৰবার রাজ্য বিধানসভা চত্বর থেকে এই বার্তা প্ৰচার করেন সোনোয়াল। রাজ্যের জাতি,ধর্ম নির্বিশেষে সব শ্ৰেণির জনগণকে এক সঙ্গে থেকে কঠোর পরিশ্ৰম ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্ৰবার বিধানসভা অধিবেশনের শেষ দিনটি জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০ জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্য উৎসর্গ করা হয়। অধিবেশনে পুরো কাজের সময়টা মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন এবং মূল্যবোধের কথা স্মরণ করে কাটানো হয় এবার।

সভায় বক্তব্য রেখে সোনোয়াল বলেন,‘ভারত থেকে সারা বিশ্বের জন্য গান্ধীজি হচ্ছেন সেরা উপহার। পরিচ্ছন্নতা বা স্বচ্ছতার প্ৰতি গান্ধীজি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাই জনপ্ৰতিনিধিদের পরিচ্ছন্নতাকে বাস্তব রূপ দিতে রাজ্যের জনগণের সামনে উদাহরণ তুলে ধরা উচিত’।

সোনোয়াল বলেন,দেরিতে হলেও গুয়াহাটি মহানগরীর কিছু রোড ডিভাইডারে রং করা হয়েছে। আমরা দেখেছি কিছুলোক সেগুলিতে পানের পিক ও থুথু ফেলেছেন। এমন মানসিকতা কারো হলে আমরা কি করে গান্ধীজিকে শ্ৰদ্ধা জানাতে পারবো’?

অহিংসা,সত্যবাদিতা,গ্ৰামীণ অর্থনীতি,কুটির শিল্প এবং পঞ্চায়েত রাজ ইত্যাদি ক্ষেত্ৰে গান্ধীজি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সোনোয়াল গান্ধীজির রামরাজ্য গড়ার স্বপ্ন সাকার করতে পঞ্চায়েত সদস্যদের প্ৰতি আহ্বান জানান। গ্ৰামাঞ্চলের উন্নয়নে বরাদ্দ প্ৰতিটি পয়সা সঠিক উদ্দেশ্যে কাজ লাগানোর ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্ৰী।

মুখ্যমন্ত্ৰী আরও বলেন,উত্তর পুবের প্ৰতি গান্ধীজির বিশেষ হৃদ্যতা ছিল এবং তাঁর জন্যই এই অঞ্চল আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

‘প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির শ্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’ রাষ্ট্ৰপিতার আদর্শের প্ৰতি সম্মান’-বলেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 14th Foundation Day celebration of Central Institute of Technology (CIT) held in Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com