রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নিয়ে ব্যর্থ হয়েছে সরকারঃ গগৈ

রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নিয়ে ব্যর্থ হয়েছে সরকারঃ গগৈ

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সংসদে পাস হলে রাজ্যে নবায়িত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)অপ্ৰয়োজনীয় হয়ে পড়বে। এই মন্তব্য করেছেন রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। একই সঙ্গে তিনি বলেন,১৯৫১ সালকে ভিত্তি হিসেবে নিয়ে রাজ্যে যদি ফের এনআরসি হয় তাহলে সেটা অসম চুক্তিকে অবমাননা করা হবে।

শুক্ৰবার এখানে তাঁর সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন গগৈ। অসম সহ দেশের সব রাজ্যে এনআরসি হবে বলে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সম্প্ৰতি যে ঘোষণা করেছেন সে ব্যাপারে জোরালো প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে গগৈ বলেন,প্ৰাক নির্বাচনী প্ৰতিশ্ৰুতি পূরণে ব্যর্থ হয়েই কেন্দ্ৰের বিজেপি সরকার কেবলমাত্ৰ মানুষের নজর অন্যদিকে সরাতেই এজাতীয় ইস্যুগুলি উত্থাপন করছে। ‘শাহ রাজ্যের এনআরসি বাতিলেরও ইঙ্গিত দিয়েছেন। রাজ্যে যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হয়েছে সেই এনআরসি নিয়ে অমিত শাহ গর্ব বোধ করেছিলেন। তিনি বার বার কয়েক এটাও বলেছেন,অসমে এনআরসির মাধ্যমে ৪০ লক্ষ অনুপ্ৰবেশকারী চিহ্নিত করা গেছে যাদের বহিষ্কার করতে হবে’।

এনআরসি নবায়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে গগৈ বলেন,রাজ্যের নবায়িত এনআরসিতে ভারতীয়দেরই পিছনেই বিদেশি তকমা সেঁটে দেওয়া হয়েছে। এর জন্য কারা দায়ী? প্ৰাক্তন এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলার কাঁধে পুরো দোষ চাপিয়ে দেওয়া মোটেই মেনে নেওয়া যায় না। একটা শুদ্ধ ও নির্ভুল এনআরসি-র জন্য রাজ্য সরকারকেও তাদের ভূমিকা যথাযথভাবে পালন করা উচিত ছিল। তাই দিশপুর এক্ষেত্ৰে তাদের কাজ সম্পাদনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে-বলেব গগৈ। ‘কেন্দ্ৰীয় সরকারের বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করেই রাজ্যে এনআরসির কাজ নবায়িত হয়েছিল,সুপ্ৰিম কোর্টের নির্দেশে নয়। তাই সরকার যদি নবায়িত এনআরসি বাতিল করে দেয় তাহলে কেন সেটা বাতিল করা হচ্ছে তার কারণ জানার পুরো অধিকার রয়েছে রাজ্যের মানুষের’।

ক্যাব এবং এনআরসি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে গগৈ বলেন,ক্যাব যদি পাস হয় তাহলে এনআরসি অপ্ৰয়োজনীয় হয়ে পড়বে। ১৯৫১ সালকে ভিত্তি হিসেবে নিয়ে রাজ্যে যদি ফের এনআরসি নবায়ন হয় তাহলে অসম চুক্তি বর্জ্য কাগজে পরিণত হবে। তাছাড়া ৫০ সালকে ভিত্তি হিসেবে নিয়ে এনআরসি হলে রাজ্যে আন্দোলন চাড়া দেবে।

অগপ নেতাদের তাক করে গগৈ বলেন,‘শুধু ক্ষমতার জন্যই অগপ ক্যাব নিয়ে দুমুখো নীতি বজায় রেখে চলেছে। তবে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত গোড়া থেকেই ক্যাবের বিরোধিতা করে আসছেন। আমি তাঁর এই অবস্থানকে সমর্থন করি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress party and Rahul Gandhi must apologize to the country: Assam BJP

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com