গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণ সম্পর্কে তদন্তকারীদের প্ৰতিক্ৰিয়া

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণ সম্পর্কে তদন্তকারীদের প্ৰতিক্ৰিয়া

গুয়াহাটিঃ গুয়াহাটির আরজি বরুয়া রোডে গ্ৰেনেড বিস্ফোরণ সম্পর্কে পুলিশ ইতিমধ্যে সাতজনকে গ্ৰেপ্তার করেছে। পুলিশের একটি বিশেষ সূত্ৰের মতে,আলফার ঘটানো এই বিস্ফোরণ সম্পর্কে তদন্তকারীরা এখনও সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হননি।

তদন্তকারীদের প্ৰাথমিক তদন্ত অনু্যায়ী ঘটনাটি ছিল গ্ৰেনেড বিস্ফোরণ। কিন্তু বিস্ফোরণের প্ৰকৃতি লক্ষ্য করে পুলিশের একটি সূত্ৰ বলেছে বিস্ফোরণ ঘটানো ডিভাইসটি গ্ৰেনেড ছিল না। এটা ছিল আইইডি। উল্লেখ্য,বিস্ফোরণের ঘটনায় অভিনেত্ৰী জাহ্নবী শইকিয়া,প্ৰাণময় রাজগুরু সহ কয়েকজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। এক বিশেষ সূত্ৰের মতে,গ্ৰেনেড নির্মাণ করা হয়েছিল এক বিশেষ মেশিনে। আর এটা সহজে উপলব্ধ নয়। অবশ্য আইইডি স্থানীয়ভাবে প্ৰস্তুত করা যেতে পারে। তদন্তকারীরা এই ক্ষেত্ৰে কি ব্যবস্থা হাতে নেন সেটাই লক্ষ্যণীয় হবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com