Begin typing your search above and press return to search.

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণ,আহত ১২

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণ,আহত ১২

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 May 2019 7:24 AM GMT

গুয়াহাটিঃ দীর্ঘ বিরতির পর বুধবার সন্ধ্যায় গুয়াহাটির আরজি বরুয়া রোডে গ্ৰেনেড বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন বিস্ফোরণে ১২ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে এসএসবি-র দুজন কর্মী রয়েছেন।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল গুয়াহাটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে প্ৰত্যেক গুয়াহাটি বাসীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় মানুষের মতে,মোটর সাইকেলে আসা দুই যুবক সিএপিএফকে(কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ ফোর্স)তাক করে গ্ৰেনেডটি ছুড়ে মারে। আরজি বরুয়া রোডে গুয়াহাটি সেণ্ট্ৰাল মলের কাছে সিএপিএফ এবং অসম পুলিশ ওই সময় তল্লাশি চালাচ্ছিল। মল এবং আশেপাশে কিছু পার্ক থাকায় সন্ধ্যার সময় ওই এলাকায় বেশকিছু লোকজন ছিল।

বিস্ফোরণের পরপরই পুলিশ এবং অন্যান্য সুরক্ষা কর্মীরা অকুস্থলে ছুটে যায়। রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া,গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। ফরেনসিক সায়েন্স কর্মকর্তারাও অকুস্থল দেখে গেছেন। বিস্ফোরণ স্থাল থেকে বিস্ফোরক সামগ্ৰীর কিছু নমুনা সংগ্ৰহ করেছেন তারা।

সূত্ৰটির মতে,গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও অন্যান্য হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

এসএসবি-র দুই আহত জওয়ানকে এএসআই রমেশ লাল(৪৫)এবং কনস্টেবল অমূল্য লালন বলে শনাক্ত করা হয়েছে। এই দুজনের চিকিৎসা চলছে জিএমসিএইচ-এ।

অন্যান্য আহতদের তালিকায় রয়েছেন গোলাঘাটের ফারদিন হুসেন রহমান,গুয়াহাটির গীতানগরের অমিত কুমার কানথাল,অমিত কুমারের কন্যা রিয়া কানথাল(১৫),সুলতান জহিদুল রহমান(৫২),বিজয় কুমার সো(২২),কল্যাণ বৈশ্য(২৮),হিরকজ্যোতি বরুয়া(২৬),লালা কুমার যাদব(১৬)এবং এডওয়ার্ড মার(১৮)।

এদিকে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এই ঘটনার নিন্দা করে বলেন,এই বিস্ফোরণ যারাই ঘটাক,এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ করেছে তারা। মুখ্যমন্ত্ৰী অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান জোরদার করতে ডিজিপিকে নির্দেশ দিয়েছেন। এদিকে নিরাপত্তা রক্ষীদের তাক করে এই বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব স্বীকার করেছে আলফা(আই)।

Next Story
সংবাদ শিরোনাম