গুয়াহাটি বিস্ফোরণঃ গোলাঘাটে আটক আলফার(আই)প্ৰাক্তন ক্যাডার

গুয়াহাটি বিস্ফোরণঃ গোলাঘাটে আটক আলফার(আই)প্ৰাক্তন ক্যাডার
Published on

গোলাঘাটঃ গুয়াহাটির জু-রোডে গ্ৰেনেড বিস্ফোরণের ঘটনায় জড়িত অভি্যোগে গোলাঘাট পুলিশ শুক্ৰবার জেলার জামুগুড়ি থানার অধীন লখিবাড়ি থেকে আলফার(আই)একজন প্ৰাক্তন ক্যাডার অমিত বল্লভ গোস্বামীকে আটক করে।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,প্ৰাক্তন আলফা(আই)ক্যাডার অমিত গোস্বামীর টেলিফোনে যোগাযোগ ছিল জাহ্নবী শইকিয়ার সঙ্গে। জুরোড বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত সন্দেহে জাহ্নবীকে ইতিমধ্যেই গ্ৰেপ্তার করা হয়েছে। পুলিশের সন্দেহ,অমিত এই বিস্ফোরণে জড়িত থাকতে পারে। গোলাঘাট পুলিশ বিষয়টি তদন্ত করছে। গোস্বামী বোমা ও ডিটোনেটর প্ৰস্তুতকারী বিশেষজ্ঞ হিসেবে আলফার(আই)কাজ করেছিলেন।

উল্লেখ্য,সিআরপিএফ এবং গোলাঘাট পুলিশ গত বছর সেপ্টেম্বরে অমিতকে আটক করেছিল। অমিত ২০০৮ সালে প্ৰচুর অস্ত্ৰ,গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্ৰী সহ আত্মসমর্পণ করেছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com