গুয়াহাটিঃ উড়ান(আন্তর্জাতিক)প্ৰকল্পের অধীনে গুয়াহাটির বরঝাড় স্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার(বাংলাদেশ)সঙ্গে প্ৰথম বিমান সেবা শুরু হচ্ছে আগামি ১ জুলাই থেকে। এরপরই গুয়াহাটি-ব্যাংককের(থাইল্যান্ড)মধ্যে বিমান উড়ান শুরু হবে। দ্য সেন্টিনেলকে একথা জানিয়ে রাজ্যের পরিবহণ,শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি রবিবার বলেছেন,‘অসম সরকার লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান উড়ান প্ৰকল্পের আওতায় আনতে কেন্দ্ৰীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্ৰকের কাছে আর্জি জানিয়েছিল। এব্যাপারে প্ৰয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে।
পাটোয়ারি আরও বলেন,‘বরঝাড় থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিবিএন(বাংলাদেশ,ভুটান,নেপাল)দেশগুলির মধ্যে বিমান চলাচল শুরু হলে ব্যবসা বাণিজ্য,সাংস্কৃতিক আদান প্ৰদান ও পর্যটন ইত্যাদি চাঙ্গা হয়ে উঠবে। এই স্কিমটিকে বাস্তব রূপ দেওয়া আমাদের সরকারের অন্যতম লক্ষ্য’-উল্লেখ করেন পাটোয়ারি।
মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালও এই স্কিম বাস্তবায়নে অত্যন্ত আগ্ৰহী। তাই পর্যটন ও রাজ্যে শিল্পক্ষেত্ৰে বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এলজিবিআই বিমানবন্দরকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্টারন্যাশনাল এয়ার হাব করার লক্ষ্যেই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিমান উড়ানের রুট সম্পর্কে রাজ্য সরকার ইতিমধ্যেই প্ৰস্তাব রেখেছে। বাংলাদেশের ঢাকা ও থাইল্যান্ডের ব্যাংক ছাড়াও উড়ান স্কিমের অন্যান্য অভীষ্ট লক্ষ্যগুলি হলো এলজিবিআই থেকে নেপালের কাঠমান্ডু মায়ানমারের ইয়ারগম,মালয়েশিয়ার সিঙ্গাপুর ও কুয়ালামামপুর-এর মধ্যে বিমান চলাচলের ব্যবস্থা।