Begin typing your search above and press return to search.

৭৩তম স্বাধীনতা দিবস পালনের জন্য প্ৰস্তুত গুয়াহাটি

৭৩তম স্বাধীনতা দিবস পালনের জন্য প্ৰস্তুত গুয়াহাটি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Aug 2019 12:47 PM GMT

গুয়াহাটিঃ ৭৩তম স্বাধীনতা দিবস দোর গোড়ায়। সারা রাজ্যের সঙ্গে গুয়াহাটিতেও ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হবে। এ উপলক্ষে প্ৰস্তুতির কাজও অনেকটা এগিয়ে গেছে। তেরঙা পতাকা ছেয়ে গেছে গুয়াহাটির বাজার। স্থানীয় জনৈক দোকানদার দ্য সেন্টিনেলকে বলেছেন,বাজারে বিভিন্ন ধরনের তেরঙা পাওয়া যাচ্ছে। শিলপুখুরির জনৈক দোকানদার বলেছেন,কাপড় এবং কাগজের বিভিন্ন ধরনের পতাকা বাজার ছেয়ে গেছে। আকার এবং কাপড় ও কাগজের কোয়ালিটির ওপর এগুলোর মূল্য নির্ভর করছে। ‘আমাদের কাছে সিল্ক,খাদি ও কাগজের বিভিন্ন আকারের তেরঙা রয়েছে। পতাকা ছাড়াও টুপি এবং ব্যাজও আমরা বিক্ৰি করছি’।

আরও একজন দোকানদার কার্তিক দাস বলেন,‘এই প্ৰোডাক্টগুলি কলকাতা থেকে এসেছে। আমি গত পাঁচ বছর ধরে এই কাজের সঙ্গেই জড়িয়ে আছি। গ্ৰাহকরা যে ভাবে সাড়া দিচ্ছেন সেটা খুবই সন্তোষজনক। আমরা এবার প্লাস্টিকের কোনও পতাকা বিক্ৰি করছি না,কারণ সরকার ওগুলো নিষিদ্ধ করেছে’।

গোলাঘাটের খবরঃ সারা দেশের সঙ্গে গোলাঘাট জেলা প্ৰশাসনও তিনদিনের কর্মসূচিতে ৭৩তম স্বাধীনতা দিবস পালনের প্ৰস্তুতি নিচ্ছে। ভারতের স্বাধীনতার ইতিহাস,স্বাধীনতা সংগ্ৰামীদের ত্যাগ এবং জন্মভূমির স্বার্থে প্ৰাণাহুতি দেওয়া নবপ্ৰজন্মের শহিদদের প্ৰতি আলোকপাত করতে জেলা প্ৰশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে ১৩ আগস্ট সাফাই অভি্যান,ছাত্ৰদের মধ্যে কুইজ প্ৰতিযোগিতা ও রচনা লেখা ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া মদ ও মাদক দ্ৰব্যের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি থাকছে। সতী সাধনী কলা ক্ষেত্ৰে অনুষ্ঠিত হবে দেশভক্তিমূলক সংগীত প্ৰতিযোগিতা। গোলাঘাট পুরসভা কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হবে এবং তা শেষ হবে বেজবরুয়া পয়েণ্টে। এছাড়াও মহাত্মা গান্ধী,শহিদ কুশল কোঁয়র এবং স্বাধীনতা সংগ্ৰামীদের প্ৰতিমূর্তির সামনে প্ৰদীপ প্ৰজ্বলন করা হবে।

১৫ আগস্ট সকালে দেশ ভক্তিমূলক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। বেলা ৯টায় গোলাঘাট সমন্বয় ক্ষেত্ৰে উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

ডিমৌর খবরঃ ডিমৌ পাবলিক প্লে গ্ৰাউন্ডে ১৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচিতে পালিত হবে ৭৩তম স্বাধীনতা দিবস। ডিমৌয়ের স্থানীয় প্ৰশাসন ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিনদিনের কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালনের প্ৰস্তুতি নিয়েছে।

এ উপলক্ষে ডিমৌ রাজস্ব সার্কল কার্যালয়ে সম্প্ৰতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পৌরোহিত্য করেন রাজস্ব আধিকারিক মনোরমা মরাং।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিদ্ৰোহীদের বয়কটের ডাক সত্ত্বেও স্বাধীনতা দিবস পালন করছে অসম

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police Sub-Inspector dies in a fatal accident in Tinsukia | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম