২০২৫-এর মধ্যে অভূতপূর্ব জল সঙ্কটের মুখে পড়তে পারে গুয়াহাটি

২০২৫-এর মধ্যে অভূতপূর্ব জল সঙ্কটের মুখে পড়তে পারে গুয়াহাটি

গুয়াহাটিঃ দিশপুর যদি সাউথ গুয়াহাটি ওয়েস্ট,সাউথ গুয়াহাটি সেণ্ট্ৰাল,সাউথ গুয়াহাটি ইস্ট এবং নর্থ গুয়াহাটি এই চারটি জল সরবরাহ প্ৰকল্প বাস্তবায়িত করতে ব্যর্থ হয় তাহলে ২০২৫-এর মধ্যে অভূতপূর্ব পানীয় জল সঙ্কটের মুখে পড়বে গুয়াহাটি।

মহানগরীর প্ৰায় ২৫ লক্ষ মানুষের চাহিদার প্ৰতি লক্ষ্য রেখে গুয়াহাটি উন্নয়ন বিভাগ এই চারটি জল সরবরাহ প্ৰকল্পের নকশা করেছে। প্ৰকল্পগুলি সম্পূর্ণ করার সময়সীমা ধার্য হয়েছে ২০২৫-এর মধ্যে। কিন্তু প্ৰকল্পগুলির কাজ অত্যন্ত ঢিমেতালে চলছে। এভাবে শামুকের চেয়ে কম গতিতে কাজ চললে ২০২৫-এর মধ্যে প্ৰকল্পগুলির কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। জল প্ৰকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি সূত্ৰ একথা জানিয়েছে।

বর্তমানে মহানগরীর ১০ লক্ষের বেশি মানুষের চাহিদা মেটাতে দৈনিক ১৩২ মিলিয়ন লিটার(এমএলডি)জলের প্ৰয়োজন। কিন্তু এর বিপরীতে সরকারি সংস্থাগুলি মাত্ৰ ৭৯ এমএলডি জল সরবরাহ করছে বলে সূত্ৰটি জানায়। ২০২৫ সাল নাগাদ মহানগরীতে প্ৰতিদিন পানীয় জলের চাহিদা বেড়ে দাঁড়াবে ৩৫০ এমএলডি।

এই পরিস্থিতিতে মহানগরীতে অভূতপূর্ব পানীয় জল সঙ্কট দেখা দেবে-উল্লেখ করেছে সূত্ৰটি।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সম্প্ৰতি বৃহত্তর গুয়াহাটি জল সরবরাহ প্ৰকল্পটির নির্মাণ কাজের অগ্ৰগতি খতিয়ে দেখেছেন। জেআইসিএ প্ৰকল্পটি রূপায়ণের কাজ করছে। মুখ্যমন্ত্ৰী প্ৰকল্পের প্ৰথম পর্যায় এবছর অক্টোবরের মধ্যে চালু করতে সংস্থাটিকে নির্দেশ দিয়েছেন।

ওদিকে গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা দ্য সেন্টিনেলকে বলেছেন,সম্প্ৰতি নির্বাচনী প্ৰচারের সময় গুয়াহাটিতে পানীয় জলের তীব্ৰ অভাবের বিষয়টি তিনি হাড়েহাড়ে উপলব্ধি করেছেন। তিনি কথা দিয়েছেন নির্বাচিত হলে গুয়াহাটিবাসীর জলের অভাব মেটাতে ব্যবস্থা গ্ৰহণের জন্য কেন্দ্ৰ ও রাজ্য সরকারের ওপর চাপ দেবেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com