অম্বুবাচি মেলার প্ৰাক্কালে কামাখ্যায় মুণ্ডহীন মহিলার মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য

অম্বুবাচি মেলার প্ৰাক্কালে কামাখ্যায় মুণ্ডহীন মহিলার মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য
Published on

গুয়াহাটিঃ অম্বুবাচি মেলার প্ৰাকমুহূর্তে বুধবার রাতে কামাখ্যায় মুণ্ডহীন এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে গোটা অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্ৰ চাঞ্চল্য। পুলিশ সূত্ৰে প্ৰকাশ,নীলাচল পাহাড়ের বুকে থাকা জয় দুর্গা মন্দিরের কাছ থেকে মুণ্ডহীন ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। যে স্থানটি থেকে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে তার কাছেপিঠে থেকে উদ্ধার করা গেছে কিছু পূজার সামগ্ৰীও। মৃতদেহটি কার তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

গুয়াহাটির পুলিশ কমিশনার সহ শীর্ষ পুলিশ কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পড়েছে। মুণ্ডটি এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

উল্লেখযোগ্য যে,অম্বুবাচি কামাখ্যার সেরা ধর্মীয় উৎসব। অম্বুবাচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কামরূপ জেলা প্ৰশাসন এবং পুলিশ মন্দির চত্বর ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে।

অম্বুবাচি মেলার প্ৰবৃত্তি হচ্ছে ২২ জুন এবং ২৬ জুন সকালে মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে ভক্তদের দর্শন ও পূজার্চনার জন্য। অম্বুবাচি মেলা ঘিরে কামাখ্যা এখন উৎসবের সাজে। দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে সাধু-সন্তরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। দেশী,বিদেশি পর্যটকরাও ভিড় করছেন মন্দির চত্বরে। মোদ্দা কথায়,দেবীতীর্থে এখন উৎসবের মেজাজ। কিন্তু মেলার প্ৰাক মুহূর্তে মুণ্ডহীন মহিলার শব উদ্ধারের ঘটনা উৎসবের আনন্দে একটা অঞ্জানা আশঙ্কার সৃষ্টি করেছে। জয় দুর্গা মন্দিরের কাছে যে স্থান থেকে মুণ্ডহীন মহিলার শব উদ্ধার হয়েছে সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি বলে জানা গেছে। মন্দির চত্বর এবং আশপাশের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হলেও জয় দুর্গা মন্দির লাগোয়া এলাকায় কেন ক্যামেরা বসানো হলো না তা নিয়ে প্ৰশ্ন তুলেছেন কেউ কেউ। কামাখ্যায় আসা পর্যটকদের থাকার জন্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে প্ৰশাসনের পক্ষ থেকে। ট্ৰাফিক পুলিশ বেশকিছু নীতি নির্দেশনা জারি করেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও জয় দুর্গা মন্দিরের সিঁড়ি থেকে মুণ্ডহীন মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয়। অন্ধনিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন কিছু লোক মহিলাটিকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত মহিলার মুণ্ড খুঁজতে পুলিশ আজ সকাল থেকে হন্যে হয়ে তল্লাশি অভি্যানে নেমেছে।

এই ঘটনায় কামাখ্যার দলৈ সমাজ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছে। দলৈ সমাজের তরফ থেকে বলা হয়েছে,অম্বুবাচি মেলায় বিঘ্ন ঘটাতেই কোনও অসাধু চক্ৰ এমন ঘটনা ঘটিয়েছে। ওই অসাধু চক্ৰটি কামাখ্যার দুর্নাম করার চেষ্টা করছে। এটা নরবলির ঘটনা নয়। কামাখ্যায় এধরনের প্ৰথা নেই। কামাখ্যায় পশু বলি দেওয়ার চল রয়েছে যদিও সেগুলি পুরুষ মোষ বা ছাগল হওয়া চাই।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com