Begin typing your search above and press return to search.

রাজ্যে ১৮টি সরকারি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়লিসিস কেন্দ্ৰ হচ্ছেঃ হিমন্ত

রাজ্যে ১৮টি সরকারি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়লিসিস কেন্দ্ৰ হচ্ছেঃ হিমন্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Jun 2019 1:38 PM GMT

গুয়াহাটিঃ চলতি বছরের ১৪-২০ জুন রাজ্যের বিভিন্ন স্থানে বিনামূল্যে কিডনি রোগীদের ডায়ালিসিস শুরু করতে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। বিভাগটি প্ৰথম পর্যায়ে সারা রাজ্যের আটটি স্থানে এধরনের সু্যোগ সুবিধার ব্যবস্থা করছে। শীঘ্ৰই রাজ্যের ১৮টি সরকারি হাসপাতালে এধরনের কিডনি ডায়ালিসিস কেন্দ্ৰ স্থাপন করা হবে।

স্বাস্থ্য সেবায় জড়িত অ্যাপলো হাসপাতালের সঙ্গে সরকারের যৌথ অংশীদায়িত্বে এই কেন্দ্ৰগুলি পরিচালিত হবে। প্ৰধানমন্ত্ৰী ন্যাশনাল ডায়ালিসিস প্ৰোগ্ৰামের অধীনে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও অ্যাপলো হাসপাতালের মধ্যে ওই চুক্তিটি হয়েছে। কিডনি সংক্ৰান্ত রোগে আক্ৰান্ত ব্যক্তিরা এই কেন্দ্ৰগুলিতে বিনামূল্যে কিডনি ডায়ালিসিস করাতে পারবেন।

মঙ্গলবার এখানে সাংবাদিকদের একথা জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,ডায়ালিসিসের জন্য প্ৰয়োজনীয় মেশিন এবং পরিকাঠামোগত যাবতীয় সু্যোগ সুবিধা বিশেষ করে বিদ্যুৎ,জল,বিনামূল্যে ওষুধ ও ল্যাবরেটরি ইত্যাদির ব্যবস্থা করবে সরকার। তবে প্ৰয়োজনীয় ম্যান পাওয়ার বিশেষ করে টেকনিশিয়ান,চিকিৎসক,নার্স ইত্যাদি দিয়ে ডায়ালিসিস করার দায়িত্বে থাকছে অ্যাপলো।

‘এই সু্যোগ সুবিধার জন্য যে আটটি হাসপাতালকে বাছা হয়েছে সেগুলির প্ৰত্যেকটিতে ৬টি ডায়ালিসিস মেশিন থাকবে। এগুলোর একটি মেশিন পুরোপুরি সংরক্ষিত রাখা হবে এইচআইভি পজিটিভ রোগীদের জন্য’। শর্মা বলেন,‘প্ৰতিটি সরকারি হাসপাতালে প্ৰতি ডায়ালিসিস বাবদ খরচ পড়ে ২ থেকে ৩ হাজার। কিন্তু জনগণ এখন বিনামূল্যে ডায়ালিসিসের সু্যোগ পাচ্ছেন। এরমধ্যে গরিব ও মধ্যবিত্ত শ্ৰেণির মানুষ যথেষ্ট উপকৃত হবে-বলেন শর্মা।

যে সব কিডনি রোগীরা এই সু্যোগ গ্ৰহণ করতে চান তাঁদের এই ৮টি হাসপাতালের যেকোনও একটিতে গেলেই ডাক্তাররা বিনামূল্যে রোগীদের ডায়ালিসিস করবেন।

শর্মা এব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেন,ফেরার ফ্যান ইন্ডিয়া চ্যারিটেবল ট্ৰাস্ট বিনামূল্যে ১০৫টি ডায়ালিসিস মেশিন দিয়েছে। প্ৰতিটি ডায়ালিসিস বাবদ যে খরচ হবে সেটা সরকার অ্যাপলো হাসপাতালকে মিটিয়ে দেবে। কেন্দ্ৰ পরে ওই টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকারকে। স্বাস্থ্যমন্ত্ৰী বলেন,এরাজ্যের প্ৰত্যেক মানুষই ডায়ালিসিসের সুবিধা নিতে পারবেন। এরজন্য অটল অমৃত যোজনা বা আয়ুষ্মান ভারতের মতো পরিচয়পত্ৰের প্ৰয়োজন হবে না।

শর্মার মতে,প্ৰথম পর্যায়ে যে হাসপাতালগুলিতে ডায়ালিসিস মেশিন বসানো হবে সেগুলি হলো নলবাড়ি,দরং,তিনসুকিয়া,মরিগাও,বরপেটা,বঙাইগাঁও(প্ৰতিটিতে একটি করে মেশিন)এবং(শোণিতপুর দুটো মেশিন)। কিডনি সংক্ৰান্ত রোগ ক্ৰমশ বৃদ্ধি পাওয়ার উৎকণ্ঠা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্ৰী। পরবর্তী পর্যায়ে রাজ্যের অন্যান্য হাসপাতালে কিডনি ডায়ালিসিস কেন্দ্ৰ স্থাপন করা হবে-জানান শর্মা।

Next Story
সংবাদ শিরোনাম