Begin typing your search above and press return to search.

এক সপ্তাহের মধ্যে পোল্যান্ডে কুটনো অ্যাথলেটিক্স মিটে ফের দ্বিতীয় সোনা জিতলেন হিমা দাস

এক সপ্তাহের মধ্যে পোল্যান্ডে কুটনো অ্যাথলেটিক্স মিটে ফের দ্বিতীয় সোনা জিতলেন হিমা দাস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 July 2019 12:28 PM GMT

পোল্যান্ডঃ পোল্যান্ডের মাটিতে এক সপ্তাহের মধ্যে আরও একটি সোনা জিতলেন অসম কন্যা হিমা দাস। ভারতীয় তারকা অ্যাথলিট আবারও এটা প্ৰমাণ করে দিলেন মহিলাদের ২০০ মিটার ট্ৰ্যাকে তাঁর আধিপত্য কতটা। পোল্যান্ডের কুটনো অ্যাথলেটিক্স মিটে মহিলাদের ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় আন্তর্জাতিক সোনা জিতলেন অসমের ধিং এক্সপ্ৰেস হিমা।

গত ৪ জুলাই অর্থাৎ মঙ্গলবার পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্ৰ্যাঁ প্ৰিতে এবছর মহিলাদের দুশো মিটার দৌড়ে হিমা প্ৰথমবার সোনা তুলে নেন। এবার কুটনো অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয়বার সোনা কব্জা করে নেন তিনি। হিমা এখানে দৌড় শেষ করতে সময় নেন ২৩.৯৭ সেকেন্ড। মহিলাদের দুশো মিটার ইভেণ্টে আরও একজন ভারতীয় প্ৰতিযোগী ভিকে বিসমায়া রুপো জেতেন ২৪.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে।

তবে গত মঙ্গলবার পোজনান অ্যাথলেটিক্স গ্ৰ্যাঁ প্ৰিতে হিমা দৌড় শেষ করতে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। ট্ৰ্যাকে সেরা সময়ে মঙ্গলবারের দৌড়টা শেষ করেছিলেন হিমা। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হিমা নিশ্চিতভাবে নিজের আধিপত্য ধরে রেখেছেন ২০০ মিটারে। তবে ৪০০ মিটারে ন্যাশনাল রেকর্ডধারী হলেও হিমা এবছর ৪০০ মিটার ইভেন্টে এখনও পর্যন্ত সোনার মুখ দেখেননি।

পিঠে চোটের জন্য অসম তনয়া হিমা মাঝখানে বেশ কিছুদিন বিশ্ৰামে ছিলেন। ট্ৰ্যাক থেকে দূরে থাকার জন্য কিছু নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল হিমাকে। তাই পোজনান অ্যাথলেটিক্স গ্ৰ্যাঁ প্ৰিতে হিমার ফর্ম নিয়েও কথা উঠেছিল। কিন্তু পরপর দুদুটো সোনা জিতে হিমা সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন।

তবে ২০০ মিটার ট্ৰ্যাকে হিমার ব্যক্তিগত সেরা রেকর্ড হলো ২৩.১০ সেকেন্ড,যা গত বছর তিনি করেছিলেন।

এদিকে পুরুষদের ২০০ মিটার ট্ৰ্যাক ইভেণ্টে ভারতীয় অ্যাথলিট তথা জাতীয় রেকর্ডধারী মুহম্মদ অ্যানাস সোনা জিতেছেন ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে।

আরও একজন ভারতীয় অ্যাথলিট এমপি জাবির পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন ৫০.২১ সেকেন্ড সময় নিয়ে এবং জিতিন পাল ৫২.২৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেণ্টে তৃতীয় স্থান অধিকার করেছেন। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ভারতীয় অ্যাথলিটরা তেমন সুবিধা করতে পারেননি। পি সরিতাবেন ৫২.৭৭ সেকেন্ডে এই দৌড় শেষ করেছেন। এছাড়া সনিয়া বৈশ্য ৫৩.৭৩ সেকেন্ড এবং আর ভিথা ৫৩.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে মোটামুটি ভালই পারফরম্যান্স করেছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পোল্যান্ডে পোজনান অ্যাথলেটিক্স গ্ৰা প্ৰিতে সোনা জিতলেন হিমা দাস

Next Story
সংবাদ শিরোনাম