Begin typing your search above and press return to search.

নব বিবাহিতা মহিলাদের জন্য ‘অরুন্ধতী স্বর্ণ প্ৰকল্প’ ঘোষণা

নব বিবাহিতা মহিলাদের জন্য ‘অরুন্ধতী স্বর্ণ প্ৰকল্প’ ঘোষণা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Nov 2019 9:51 AM GMT

গুয়াহাটিঃ ২০২০ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকার ‘অরুন্ধতী স্বর্ণ প্ৰকল্প’ চালু করছে। রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বুধবার এখানে একথা ঘোষণা করেন। এই উদ্দেশ্যে বাজেটে ৩০০ কোটি টাকার লক্ষ্যমাত্ৰা ধার্য করা হয়েছিল। আগামি অর্থ বছর থেকে এই অঙ্ক ৮০০ কোটি টাকায় বৃদ্ধি করা হবে। শর্মা আরও বলেন,এই প্ৰকল্পে তিন দফার লিংকেজ সিস্টেম থাকছে। মহিলা সবলীকরণ ও শিশু বিবাহ রোধ করাও এই প্ৰকল্পের অন্যতম উদ্দেশ্য।

প্ৰকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে মন্ত্ৰী শর্মা বলেন,নব বিবাহিত মহিলারা সোনা কেনার জন্য ৩০ হাজার টাকা পাবেন। তবে,প্ৰকল্পের সুবিধা পেতে হলে নব বিবাহিত দম্পতিকে পাঁচটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্ৰথমত,নব দম্পতিকে ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের রেজিস্ট্ৰেশন করাতে হবে।

দ্বিতীয়ত,দম্পতির শিক্ষাগত যোগ্যতা কমপক্ষেও ম্যাট্ৰিক(মাধ্যমিক)উত্তীর্ণ হওয়া চাই। তবে চা উপজাতি ও আদিবাসীদের ক্ষেত্ৰে শিক্ষাগত যোগ্যতার বিষয়টিতে ছাড় দেওয়া হয়েছে।

তৃতীয়ত এই প্ৰকল্পের সুবিধা পেতে কনের বয়স ১৮ এবং বরের বয়েস ২১ হতে হবে। দম্পতির সঠিক বয়েস নির্ধারণে সেবার(বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)অথবা সিবিএসই-এর (সেন্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)ইস্যু করা অ্যাডমিট কার্ড গ্ৰহণযোগ্য হবে। তাছাড়া কনে এবং তার পরিবারের বার্ষিক রোজগার ৫ লক্ষের কম হওয়া চাই।

তিনি আরও বলেন,অসমে বছরে গড়ে তিন লক্ষের মতো বিয়ে হয়ে থাকে। এর মধ্যে ৫০ থেকে ৬০ হাজার বিয়ের রেজিস্ট্ৰেশন হতে দেখা যায়। বিয়ের রেজিস্ট্ৰেশন না করায় অনেক সময় দেখা গেছে যে বিয়ের পর স্বামী-স্ত্ৰীর মধ্যে বনিবনা হচ্ছে না কিংবা কোনও কারণে বিয়ে ভেঙে গেলে বিবাহিত মেয়েরা যাতে আইনি সাহা্য্য পেতে পারেন সেকথা মাথায় রেখেই সরকার এই প্ৰকল্প চালু করছে। তাই বিয়ে যদি আইনসিদ্ধ না হয় তাহলে সংশ্লিষ্ট মহিলা আইনি লড়াই চালানোর যোগ্য বলে বিবেচিত হবেন না। তাই এখন থেকে ম্যারেজ রেজিস্ট্ৰেশন শুধু সাব রেজিস্ট্ৰারের কার্যালয়েই সীমাবদ্ধ থাকছে না,সার্কল অফিস এবং অ্যাডিশনাল সার্কল অফিসেও বিয়ের রেজিস্ট্ৰেশন করা যাবে’।

স্বর্ণ প্ৰকল্পের রেজিস্ট্ৰেশন প্ৰক্ৰিয়া সম্পর্কে তিনি বলেন,দম্পতিকে সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে প্ৰপত্ৰ পূরণ করতে হবে। বেঁধে দেওয়া শর্ত ও নিয়ম অনু্যায়ী সব কিছু ঠিকঠাক প্ৰমাণিত হলে দশদিনের মধ্যে কনের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা ঢুকবে। তবে দম্পতিকে সোনা কেনার রশিদ যে কার্যালয়ে বিয়ের রেজিস্ট্ৰেশন হয়েছিল সেই কার্যালয়ে দাখিল করতে হবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আমাদের সরকার এনআরসিকে ইতিপূর্বেই খারিজ করেছিলঃ হিমন্ত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament

Next Story
সংবাদ শিরোনাম