Begin typing your search above and press return to search.
বাংলার কাঁথিতে হিমন্ত ও দিলীপের ওপর আক্ৰমণ তৃণমূলের

গুয়াহাটিঃ অসমের মন্ত্ৰী তথা নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মার ওপর আক্ৰমণ হলো পশ্চিম বাংলার মাটিতে। শর্মা নিজেই টুইট করে একথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেই ছিলেন শর্মা। কাঁথি লোকসভা কেন্দ্ৰের খেজুরিতে বিজেপি প্ৰার্থীর পক্ষে প্ৰচার চালাতে গিয়ে তৃণমূল কংগ্ৰেসের গুন্ডারা তাঁদের ওপর আক্ৰমণ চালায়।
তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে বেশকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সব দেখেও পশ্চিমবঙ্গ পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেয়-অভিযোগ করেন তিনি। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্ৰেসের কর্মীরা আমাদের ঘেরাও করে অপদস্থ করেছে। তবে সিআরপিএফ-এর হস্তক্ষেপ আমরা বেঁচে গেছি-টুইটে উল্লেখ করেছেন হিমন্ত।
Next Story