Begin typing your search above and press return to search.

বিধানসভায় হিমন্তবিশ্বের বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল এআইইউডিএফ বিধায়কের

বিধানসভায় হিমন্তবিশ্বের বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল এআইইউডিএফ বিধায়কের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Jan 2020 11:29 AM GMT

গুয়াহাটিঃ অসম বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা যে উত্তপ্ত বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন সারা ভারত ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফন্টের(এআইইউদিএফ)বিধায়ক আমিনুল ইসলাম। শর্মার ওই বক্তব্যটি ফেসবুকেও প্ৰকাশিত হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ২০১৭ সালে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বিধানসভার ভিতরে যে উত্তপ্ত বিবৃতি দিয়েছিলেন তা ফেসবুকে প্ৰকাশিত হওয়ায় তাকে তিনদিনের জন্য সদন থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে লিখিত বিবৃতি দাখিল করেছিলেন।

এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম ২০১৭ সালে অবৈধ বাংলাদেশি প্ৰব্ৰজনকারী ইস্যু নিয়ে যে বিবৃতি দিয়েছিলেন তা ফেসবুকে প্ৰকাশিত হয়েছিল।

এবার নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)ইস্যু নিয়ে বলতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মাও ওই একই কাজ করলেন। ইসলাম এব্যাপারে শর্মার বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামীর কাছে একটি অভি্যোগ দাখিল করেছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কোকরাঝাড়ে এনডিএফবি(এস)জঙ্গির সঙ্গে সেনার সংঘর্ষ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Bhogali Bihu preparation from Guwahati ahead 'Uruka' (Night before Magh Bihu)

Next Story
সংবাদ শিরোনাম