দিল্লিতে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক তৃতীয় বোড়ো শান্তি চুক্তি

দিল্লিতে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক তৃতীয় বোড়ো শান্তি চুক্তি

অবশেষে আজ(সোমবার)নতুন দিল্লিতে স্বাক্ষরিত হলো তৃতীয় বোড়ো শান্তি চুক্তি। এই চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,স্বরষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এবং আরও অনেকে। চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ,হিমন্তবিশ্ব শর্মা,মুখ্যমন্ত্ৰী সোনোয়াল,বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারির সঙ্গে প্ৰমোদ বোড়ো,গোবিন্দ বসুমতারি প্ৰমুখ।

চুক্তি সই হওয়ায় দীর্ঘদিনের এক সমস্যার সমাধান হলো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। ঐতিহাসিক বোড়ো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কেন্দ্ৰ,অসম সরকার ও এনডিএফবি-র চারটি গোষ্ঠী।

বোড়ো শান্তি চুক্তিতে বোড়োল্যান্ডের বিভিন্ন সু্যোগ সুবিধা সন্নিবিষ্ট করা হয়েছে। চুক্তির ফলে বিটিএডি এখন থেকে বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন(বিটিআর)নামে পরিচিত হলো। চুক্তির ফলে লাভবান হবে বোড়োল্যান্ড। এই অঞ্চলে বসবাসকারী লোকেরা বোড়ো শান্তি চুক্তির দৌলতে বিশেষ অধিকার লাভ করবেন। বোড়োল্যান্ডে কোনও বহিরাগত লোককে ভোটাধিকার দেওয়া হবে না। অন্যদিকে বাইরের লোককে কাজ করতে হলে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং এর মেয়াদ থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। বিটিএডি-র জন্য নতুন ডিজিপি পদের কথাও ঘোষণা করেছেন অমিত শাহ। বিটিসি-র আসন সংখ্যাও ৬০টি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সংবিধানের ১২৫নং সংশোধনীর মাধ্যমে বিটিএডির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বোড়োল্যান্ড আন্দোলনে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার প্ৰস্তাব রাখা হয়েছে চুক্তিতে। এডিএফবি ক্যাডারদেরও পুনঃসংস্থাপন দেওয়া হবে চুক্তি অনুযায়ী।

উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মের নামে হবে একটই নতুন বিশ্ববিদ্যালয়। তিন বছরে বিটিএডি-র উন্নয়নে ১৫০০ কোটি টাকা সাহা্য্যের প্ৰস্তাব রাখা হয়েছে চুক্তিতে। জনজাতির ভূমির অধিকার অক্ষুণ্ণ রাখারও প্ৰস্তাব রয়েছে চুক্তিতে। এই শান্তি চুক্তি অনু্যায়ী কোনও ধরনের ইউটিসি গঠন করা হবে না। বিটিসি এলাকায় হবে নতুন ক্ৰীড়া বিশ্ববিদ্যালয়। তামুলপুরে ক্যান্সার হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপনের প্ৰস্তাব রয়েছে চুক্তিত। বিটিসি এলাকায় স্থাপন করা হবে রেলওয়ে কোচ নির্মাণ কারখানা। অসমের অখণ্ডতা অক্ষুণ্ণ রেখেই স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। এছাড়াও চুক্তিতে সন্নিবিষ্ট করা হয়েছে বোড়ো ভূমির জন্য আরও অনেক সু্যোগ সুবিধা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU launched hunger strike to stage protest against CAA 2019

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com