বিষমদ কাণ্ডঃ ৪১ অভিযুক্তের বিরুদ্ধে গোলাঘাট সিজেএম কোর্টে চার্জশিট দাখিল

বিষমদ কাণ্ডঃ ৪১ অভিযুক্তের বিরুদ্ধে গোলাঘাট সিজেএম কোর্টে চার্জশিট দাখিল

গোলাঘাটঃ গোলাঘাট পুলিশ বিষমদ কাণ্ডে গ্ৰেপ্তার হওয়া ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে আজ গোলাঘাটের সিজেএম আদালতে চার্জশিট দাখিল করে। গত ফেব্ৰুয়ারি মাসে গোলাঘাটে এবং আশপাশ অঞ্চলে বিষাক্ত মদ খেয়ে ১৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। এই শোকাবহ ঘটনা রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। বিষমদ কাণ্ডের পরই ওই ৪১ জন অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়। বিষাক্ত চোলাই খেয়ে বহু লোকের অকালে মৃত্যু হওয়ার ঘটনার পর গোলাঘাট পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল(সিট)গঠন করে। এই তদন্তকারী দলটি সিজেএম আদালতে চার্জশিট দাখিল করে আজ।

ডেপুটি পুলিশ সুপার পার্থ প্ৰতিম শইকিয়ার অধীনে এই ঘটনার পুরো তদন্ত প্ৰক্ৰিয়া পরিচালিত হয়। এক হাজারের বেশি পৃষ্ঠার চার্জশিট দাখিল করা হয় ওই ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ১২০বি/৩২৮/৩০৪ ধারার অধীনে এবং অসম আবগারি আইনের ৫৫ ধারায় এই ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে গোলাঘাট থানায় মামলা(নং ২২৩/১৯)ঝুলছে।

এদিকে গোলাঘাট সিজেএম কোর্ট আগামি ১১ জুন অভিযুক্ত ৪১ জনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ডেপুটি পুলিশ সুপার পার্থ প্ৰতিম শইকিয়ার অধীনস্থ তদন্তকারী দলটি বিষমদ কাণ্ড সম্পর্কে ক্ষতিগ্ৰস্ত সহ ৬৫ জন সাক্ষীর বিবৃতি নথিভুক্ত করেছে। সেইসঙ্গে ঘটনার কিছু নমুনাও সংগ্ৰহ করেছে তারা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com