মাধ্যমিকে ধেমাজি জেলায় পাসের হার সর্বোচ্চ ৮৩.২৮ শতাংশ

মাধ্যমিকে ধেমাজি জেলায় পাসের হার সর্বোচ্চ ৮৩.২৮ শতাংশ

গুয়াহাটিঃ ২০১৯-এর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায়(মাধ্যমিক)ধেমাজি জেলার ছাত্ৰছাত্ৰীরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। প্ৰাপ্ত রেকর্ড মতে,এবছর এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ১২,৬৫০ জন ছাত্ৰছাত্ৰী। এরমধ্যে ১,৭৮২ জন প্ৰথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৪,০৩৯ জন দ্বিতীয় বিভাগ ও ৪,৭১৪ জন তৃয়ীয় বিভাগে পাস করেছে।

এবছর এই জেলায় কমপক্ষেও ১০,৫৩৫ জন ছাত্ৰছাত্ৰী মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় পাসের হার সর্বোচ্চ অর্থাৎ ৮৩.২৮ শতাংশ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com