রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত,প্ৰথম স্থানে লখিমপুরের মেঘাশ্ৰী বরা

রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত,প্ৰথম স্থানে লখিমপুরের মেঘাশ্ৰী বরা
Published on

গুয়াহাটিঃ রাজ্যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা(মাধ্যমিক)এবং হাই মাদ্ৰাসা চূড়ান্ত পরীক্ষার ফল আজ সকালে ঘোষণা করা হয়। ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬০.২৩ শতাংশ।

লখিমপুর জেলার শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের ছাত্ৰী মেঘাশ্ৰী বরা মাধ্যমিকে প্ৰথম স্থান অর্জন করেছে। মেঘাশ্ৰী ছটি বিষয়ে লেটার সহ মোট ৫৯৪ নম্বর পেয়েছে। ইংরেজি,সাধারণ গণিত,সাধারণ বিজ্ঞান,সমাজ বিজ্ঞান,অসমিয়া,অ্যাডভান্স ম্যাথেমেটিক্স(ই)লেটার মার্ক পেয়েছে মেঘাশ্ৰী।

পুরুষ প্ৰার্থীদের মধ্যে প্ৰায় ১,৬৩,৪৬৭ জনের মধ্যে ১,৬০,২৬৪ জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে ২৪,৯১৮ জন ছাত্ৰ প্ৰথম বিভাগে উত্তীর্ণ হয়েছে,দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৪,৮৬৬ জন এবং তৃতীয় বিভাগে পাস করেছে ৪০,৬৯১ জন। ছেলেদের পাসের হার প্ৰায় ৬২.৬৯ শতাংশ।

তুলনামূলকভাবে প্ৰায় ১,৭৯,২২৪ ছাত্ৰী ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় বসার আবেদন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অবতীর্ণ হয় ১৭,৫,৯৩৯ জন ছাত্ৰী প্ৰায় ২৩,৬৮১ জন ছাত্ৰী উত্তীর্ণ হয় প্ৰথম বিভাগে। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৬,১৫৪ জন এবং ৪২,১৯৮ জন ছাত্ৰী পাস করেছে তৃতীয় বিভাগে। মেয়েদের পাসের হার ৫৭.৯৯ শতাংশ।

মাধ্যমিক দশটি শীর্ষ স্থানাধিকারী ছাত্ৰ-ছাত্ৰীদের নাম নিচে উল্লেখ করা হলো-

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com