Begin typing your search above and press return to search.
রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা ১৫ মে

গুয়াহাটিঃ রাজ্যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার(মাধ্যমিক)ফলাফল ঘোষণা করা হবে আগামি ১৫ মে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের(সেবা)এক কর্মকর্তা একথা জানিয়েছেন। সেবার কর্মকর্তাটি জানান,১৫ মে সকাল ৯টায় ঘোষণা করা হবে ফলাফল। পরীক্ষার্থীরা সেবার ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
এছাড়াও পরীক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট স্কুলগুলিতে ওই দিন সকাল ৯টার পর ফলাফল পেয়ে যাবে।
এবছর রাজ্যে মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা চূড়ান্ত পরীক্ষায় অবত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার ছাত্ৰছাত্ৰী।
Next Story