Begin typing your search above and press return to search.

প্ৰচুর বার্মিজ চোরাই সামগ্ৰী বাজেয়াপ্ত

প্ৰচুর বার্মিজ চোরাই সামগ্ৰী বাজেয়াপ্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Aug 2019 11:37 AM GMT

সাম্প্ৰতিককালে অসমে নিষিদ্ধ সামগ্ৰীর চোরাই ব্যবসা অনেক গুণ বেড়ে গেছে। ডিলাই পুলিশ মঙ্গলবার পুব কার্বি আংলং জেলার অসম-নাগাল্যান্ড সীমান্ত এলাকা থেকে প্ৰচুর পরিমাণে চোরাই বার্মিজ সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে। এই চোরাই সামগ্ৰীগুলো তিনটি ট্ৰাকে করে ডিমাপুর থেকে গুয়াহাটি অভিমুখে নিয়ে আসা হচ্ছিল। ওই সময়ই ডিলাই পুলিশ সামগ্ৰীগুলি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত সামগ্ৰীগুলির মধ্যে রয়েছে নিষিদ্ধ সিগারেট,মশা তাড়ানোর ওষুধ,সিন্থেটিক টেক্সটাইল ও প্ৰসাধনের জিনিস। এই সব ব্ৰ্যান্ডেড সামগ্ৰীগুলো ভারতের বাজারে পর্যাপ্ত পরিমাণে দেখা যায়। বাজেয়াপ্ত সামগ্ৰীগুলোর মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকার মতো হবে।

ডিমাপুরের কিছু ব্যবসায়ী এই সামগ্ৰীগুলো মণিপুর থেকে সংগ্ৰহ করেছিল। ভারত-মায়ানমার সীমান্তের মোরে হয়ে চোরাইপথে সামগ্ৰীগুলি আনা হয়েছিল। চোরা কারবারীরা এই সব সামগ্ৰী পাচারে ৩৬নং রাষ্ট্ৰীয় সড়ককে নিরাপদ ট্ৰ্যানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। মায়ানমার থেকে এই সব সামগ্ৰী আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মহানগরীতে ১ কোটি টাকার নেশা সামগ্ৰী বাজেয়াপ্ত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Police goes ‘child-friendly’; launches Sishu Mitra Programme in Guwahati

Next Story
সংবাদ শিরোনাম