জোম্যাটোর দৌলতে বিনামূল্যে দুচাকায় চেপে বাড়ি পৌঁছলো হায়দরাবাদের যুবক

জোম্যাটোর দৌলতে বিনামূল্যে দুচাকায় চেপে বাড়ি পৌঁছলো হায়দরাবাদের যুবক

রাত তখন প্ৰায় ১১ টা ৫০। অসময়েও যে কখনো কখনো মরিয়া পদক্ষেপ নিতে হয় শহর হায়দরাবাদের এক যুবকের ক্ষেত্ৰে এই আপ্তবাক্যটি যেন ষোলআনাই প্ৰযোজ্য। যুবকটির নাম ওবেশ কোমিরিসেট্টি। অত রাতে বাড়িতে ফিরে যাওয়ার কোনও অটো জুটছিল না তার । অবশেষে জোম্যাটো অ্যাপে খাবার অর্ডার দেয় যুবকটি এবং তাদের মাধ্যমেই ওই রাতে নিখরচায় বাড়ি পৌঁছতে আক্ষম হয় সে। ওই রাতে কিভাবে বাড়িতে পৌঁছেছিল সেই বিষয়টি ফেসবুকে শেয়ার করে ওবেশ। গত ৭ আগস্টের রাতে ওই অভিজ্ঞতার বিবরণ দিয়ে ওবেশ ফেসবুকে ঘটনাটি শেয়ার করে। ওবেশের এই ধারণা এখন ভাইরাল হয়ে গেছে।

সে রাতের কাহিনীর বিবরণ দিয়ে ওবেশ বলেছে,‘রাত ১১.৫০ নাগাদ আমি ইনঅরবিট মল রোডের কাছে দাঁড়িয়ে অটো খুঁজছিলাম। কিন্তু বাড়ি ফেরার জন্য কিছুই পাইনি। আমি উবার অ্যাপ খুলে দেখি উবারে সওয়ার হতে হলে আমাকে প্ৰায় ৩০০টাকা গচ্চা দিতে হবে। উবার ভাড়া অনেকটা বেশি ছিল ওই রাতে। এদিকে আমার খিদেও লেগেছিল। তাই মোবাইলে জোম্যাটো অ্যাপ খুলি এবং আমার আশেপাশে কোনও ভাল খাবারের দোকান আছে কিনা তা খুঁজতে থাকি। আর তখনই আমার পাশেই একটা ধোসা বান্ডি পেয়ে যাই। সঙ্গে সঙ্গেই আমি একটা এগ ধোসা অর্ডার দিই। ডেলিভারি বয় সঙ্গে সঙ্গে চলে আসে এবং আমার অর্ডার নিয়ে ধোসা বান্ডিতে যাওয়ার জন্য প্ৰস্তুত হয়। ওই সময় আমি তাকে বলি খাবার সহ আমাকে আমার বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য। ডেলিভারি বয় কোনওরকম দ্বিরুক্তি না করে খাবার সমেত আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়।

ডেলিভারি বয়টি আমাকে শুধু বলে,‘স্যার অনুগ্ৰহ করে আমাকে ফাইভ স্টার রেটিং দিন। আমি বলি অবশ্যই দেবো’। নিখরচায় দুচাকার যানে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জোম্যাটোকে ধন্যবাদ জানাতে ভোলেননি ওবেশ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Zubeen Garg reaches Tinsukia for his forthcoming film’s promotion

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com