অরুণাচলের মেচুকার কাছে বায়ুসেনার এএন-৩২ বিমান রাডার থেকে অদৃশ্য

অরুণাচলের মেচুকার কাছে বায়ুসেনার এএন-৩২ বিমান রাডার থেকে অদৃশ্য

গুয়াহাটিঃ ভারতীয় বায়ু সেনার একটি এএন-৩২ বিমান আজ দুপুর ১২-২৫ নাগাদ যোরহাটের ররৈয়া বিমানবন্দর থেকে অরুণাচল প্ৰদেশের মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডের উদ্দেশে আকাশে ওড়ে। প্ৰতিরক্ষা সূত্ৰের মতে,দুপুর ১টায় গ্ৰাউন্ড এজেন্সির সঙ্গে শেষবার বিমানটির যোগা্যোগ হয়েছিল। এরপর আর কোনও যোগাযোগ হয়নি বিমানটির সঙ্গে। রাডার থেকেও বিমানটি অদৃশ্য হয়ে যায়। বিমানটি এয়ারফিল্ডে না পৌঁছনোয় বায়ুসেনা ব্যাপক তৎপরতা শুরু করেছে বিমানের হদিশ পেতে। বিমানটিতে ৮ জন ক্ৰু ও পাঁচজন যাত্ৰী রয়েছেন। বিমানটি কোথায় তার হদিশ পেতে সব ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছে।

এদিকে ভারতীয় বায়ু সেনা সুখই-৩০ কমবেট এয়ারক্ৰ্যাফট এবং সি-১৩০ বিশেষ অপারেশন এয়ারক্ৰ্যাফটকে কাজে লাগিয়েছে এএন-৩২ বিমানের হদিশ খুঁজতে। এব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com