Begin typing your search above and press return to search.

গোয়ালপাড়ায় ইফতার পার্টি গড়িয়া মরিয়া দেশী জাতীয় পরিষদের

গোয়ালপাড়ায় ইফতার পার্টি গড়িয়া মরিয়া দেশী জাতীয় পরিষদের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Jun 2019 10:50 AM GMT

গোয়ালপাড়াঃ গড়িয়া-মরিয়া দেশী জাতীয় পরিষদের গোয়ালপাড়া জেলা কমিটি রবিবার এই শহরে এক কমিউনিটি ইফতার পার্টির আয়োজন করে। সংগঠনটি এই ইফতার পার্টিতে আসু,আরসু এবং কেএমএসএস-এর মতো সমভাবাপন্ন দল সংগঠনকে আমন্ত্ৰণ জানিয়েছিল। গোয়ালপাড়া পুরসভার চেয়ারম্যান,সাংবাদিক সহ বিভিন্ন সম্প্ৰদায় ও পেশায় নিযুক্ত ব্যক্তিদের ইফতারের সভায় উপস্থিত থাকার অনুরোধ করেছিল তারা। সারাদিন পবিত্ৰ রোজা পালনের পর উপবাস ভাঙার উদ্দেশে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফারুক ইসলাম,কার্যনির্বাহী সভাপতি সৈফুল ইসলাম বিট্টু এবং সম্পাদক রিজওয়ান উল ইসলাম ইফতারে অংশগ্ৰহণকারী অতিথি অভ্যাগতদের ধন্যবাদ জানান।

Next Story
সংবাদ শিরোনাম