আইআইটি-গুয়াহাটি আবিষ্কার করল বায়োডিগ্ৰেডেবল প্লাস্টিক

গুয়াহাটিঃ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি(আইআইটি)-গুয়াহাটি নতুন কিছু উদ্ভাবনের এক খ্যাতনামা প্ৰতিষ্ঠান। এখন তারা আরও একটি নতুন আবিষ্কার নিয়ে এসেছে যা মাতৃভূমী পৃথিবীকে ভালভাবে শ্বাস নিতে সাহায্য করবে। প্ৰযুক্তি প্ৰতিষ্ঠানটির এই নতুন উদ্ভাবন হচ্ছে বায়োডিগ্ৰেডেবল প্লাস্টিকের ভূমিকা,যা সারা দেশে এধরনের উদ্ভাবন এটিই প্ৰথম।
জীববিজ্ঞানযোগ্য প্লাস্টিক উদ্ভাবনের যাবতীয় ক্ৰেডিট দিতে হয় আইআইটি-র সেণ্টার অফ এক্সেলেন্স সাস্টেনিবল পলিমারকে,যা প্ৰকৃতি ও ভূপৃষ্ঠের ক্ষেত্ৰে বান্ধব সুলভ বলা যেতে পারে।
গোটা বিশ্বে এবং বিশ্বের মানুষের কাছে প্লাস্টিক যখন হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই সময় এই নতুন আবিষ্কারকে স্বাগত জানাতেই হয়। দাবি করা হয়েছে যে উদ্ভাবনে জীববিজ্ঞানযোগ্য একটা নির্দিষ্ট ধরনের প্লাস্টিক পাওয়া গেছে। এর চেয়ে সুখকর আর কি হতে পারে। আইআইটি গুয়াহাটির বিজ্ঞানীরা দাবি করেছেন এই বায়োডিগ্ৰেডেবল প্লাস্টিক সমাজ থেকে বিষাক্ত বর্জ্য নিষ্ক্ৰিয় করার ক্ষেত্ৰে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্লাস্টিকের সবচেয়ে ক্ষতিকারক দিকটি হলো তার অ-বায়োডিগ্ৰেডেবল প্ৰকৃতি।
টাইমস অফ ইন্ডিয়ার মতো প্ৰথম সারির প্ৰচার মাধ্যম এই উদ্ভাবন সম্পর্কে বলেছে যে,এই বায়োডিগ্ৰেডেবল প্লাস্টিক ক্ষতিকারক রাসায়নিক থেকে সম্পূর্ণ মুক্ত। বায়োডিগ্ৰেডেবল প্লাস্টিক জমির উর্বরতা বাড়িতে তুলতে সক্ষম। পৃথিবী ও প্ৰকৃতির উৎকর্ষের জন্য এধরনের উদ্ভাবন সবসময়ই গ্ৰহণযোগ্য হিসেবে বিবেচিত হবে এমনটাই আশা করা যায়।