Begin typing your search above and press return to search.

আইআইটি গুয়াহাটিতে জুনিয়র রিসার্স ফেলোর চাকরি

আইআইটি গুয়াহাটিতে জুনিয়র রিসার্স ফেলোর চাকরি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Nov 2019 1:19 PM GMT

আইআইটি গুয়াহাটির বায়োসায়েন্সেস এবং বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে ‘স্ট্ৰাকচারাল অ্যান্ড ফাংশনাল ইনভেস্টিগেশন অফ ম্যামেলিয়ান সেল এণ্ট্ৰি(এমসিই)প্ৰোটিনস ফরম হিউম্যান প্যাথোজেনস ডেভেলপমেন্ট অফ স্ট্ৰাকচার-বেইসড লিউ মলিকুলস’ প্ৰকল্প বাবদ ওয়াক-ইন-ইনটারভিউর জন্য আবেদনপত্ৰ চাওয়া হয়েছে।

পদের নামঃ জুনিয়র রিসার্স ফেলো

শিক্ষাগত যোগ্যতাঃ এমএসসি,বিটেক/বিই,বিভিএসসি,বি ফার্মা,অ্যানি গ্ৰ্যাজুয়েট,অ্যানি পোস্ট

খালি পদ- ০১

বেতনঃ ৩০,২৫০ টাকা প্ৰতি মাসে

অভিজ্ঞতাঃ ফ্ৰেসার

চাকরির স্থানঃ গুয়াহাটি

ওয়াক-ইন-ডেটঃ ০৭/১২/২০১৯

ঠিকানাঃ কনফারেন্স রুম,বিএসবিই,ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি,গুয়াহাটি অসম

ওয়াক-ইন- ইন্টারভিউতে যে সব প্ৰার্থীরা উপস্থিত থাকতে আগ্ৰহী তাদের প্লেইন পেপারে আবেদনপত্ৰ/সিভিতে শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা,যোগাযোগের ঠিকানা,ফোন নম্বর,ইমেল অ্যাড্ৰেস এবং সমস্ত প্ৰাসঙ্গিক নথির ফোটো কপি ২০১৯-এর ৭ ডিসেম্বর(শনিবার)সকাল ১০ টায় সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে। ইন্টারভিউর স্থান কনফারেন্স রুম,বিএসবিই। সাক্ষাৎকারে পারফরম্যান্সের ভিত্তিতে প্ৰার্থী বাছাই করা হবে। প্ৰার্থীদের পৃথকভাবে কোনও কল লেটার পাঠানো হবে না। সিভি-র আগাম কপি প্ৰিন্সিপাল ইনভেস্টিগেটর-এর কাছে পাঠানো যেতে পারে। কোনও স্পষ্টীকরণের জন্য যোগাযোগ করুন শঙ্কর প্ৰসাদ কনৌজিয়া(প্ৰিন্সিপাল ইনভেস্টিগেটর)। ইমেইলঃ spkanaujia@iitg.ac.in

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইসিএফআরই জব,২০১৯ ফর মাল্টি টাস্কিং স্টাফ

Next Story