টিয়কে গণপ্ৰহারে নিহত ডা. দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন আইএমএ প্ৰতিনিধিরা

টিয়কে গণপ্ৰহারে নিহত ডা. দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন আইএমএ প্ৰতিনিধিরা
Published on

যোরহাটঃ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(আইএমএ)রাষ্ট্ৰীয় সভাপতি ডা. শান্তনু সেন ও সাধারণ সম্পাদক ডা. আরএন টেন্ডন সহ চার সদস্যের একটি প্ৰতিনিধিদল বুধবার প্ৰয়াত চিকিৎসক ডা.দেবেন দত্তের টিয়কের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্ৰতি নর পিশাচরা ডা.দেবেন দত্তকে টিয়ক চা বাগানের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় গণপ্ৰহারে নৃশংসভাবে হত্যা করে। প্ৰতিনিধি দলে শামিল ছিলেন সংগঠনের অবৈতনিক সেক্ৰেটারি জেনারেল ডা. আরভি অশোকান এবং অর্থ সম্পাদক ডা. রমেশ দত্ত। এছাড়াও আইএমএ-র রাজ্য সভাপতি ডা.হেমাঙ্গ বৈশ্য এবং সংগঠনের রাজ্য অর্থ সচিব ডা. তন্নয় শর্মা প্ৰয়াত চিকিৎসক ডা. দেবেন দত্তের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন।

আইএমএ সদস্যরা ডা. দত্তের বর্বরোচিত হত্যাকান্ডের উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনয়ালের উদ্দেশে একটি স্মারকপত্ৰ দাখিল করেছেন।

আইএমএ এই হত্যাকান্ডে জড়িত প্ৰত্যেক দোষী ব্যক্তিকে গ্ৰেপ্তার করার দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্ৰস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এই ইস্যু নিয়ে আইএমএ-র রাজ্য শাখা যে পদক্ষেপ নিয়েছে তার প্ৰতি পূর্ণ সমর্থন জানিয়েছে আইএমএ সদর দপ্তর। আইএমএ প্ৰতিনিধি দলটি এই হত্যাকাণ্ড সম্পর্কে যোরহাটের জেলাশাসক রোশনি অপরাজি কোরটির সঙ্গেও আলোচনা করেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Indian Medical Association Team Visits Dr Deven Dutta’s Resident In Teok

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com