দেশ আজ পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস পালন করল,রাঁচিতে যোগাভ্যাস করলেন মোদি

দেশ আজ পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস পালন করল,রাঁচিতে যোগাভ্যাস করলেন মোদি
Published on

রাঁচিঃ সারা বিশ্ব জুড়ে আজ পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন খোলা স্থানে গণ যোগাভ্যাসে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্ৰহণ করেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি যোগ চর্চার একজন প্ৰধান অনুরাগী। ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে আাজ বিশাল গণ যোগ চর্চায় অংশ নেন প্ৰধানমন্ত্ৰী। ভারতই হচ্ছে যোগের জন্মস্থান বা পীঠভূমি।

এই যোগাভ্যাস অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে মোদি বলেন,তিনি চান গরিব মানুষের জীবনে যোগাভ্যাস একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক। রাঁচির এই গণ যোগ ইভেস্টে প্ৰায় ৩০ হাজার মানুষ অংশ নেন। এই বিশাল সংখ্যক মানুষ একই সঙ্গে আসন ইত্যাদি পারফর্ম করেন।

নিয়মিত যোগাভ্যাস করলে একজন ব্যক্তি এর সুফল সম্পর্কে বুঝতে পারবেন বলে উল্লেখ করে মোদি আরও বলেন,‘রোগ ব্যাধি একজন গরিব মানুষকে চরম দারিদ্ৰ্যের মুখে ঠেলে দেয়। তাই আমি চাই শহর থেকে যোগাভ্যাসকে গ্ৰামগঞ্জ এবং জঙ্গলে গরিব ও আদিবাসী সম্প্ৰদায়ের মধ্যে নিয়ে যেতে। যোগ সবার জন্য এবং সবাই অনায়াসে যোগ ব্যায়াম করতে পারেন’।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ,প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং-এর মতো অন্যান্য কেন্দ্ৰীয় মন্ত্ৰীরা সারা দেশের বিভিন্ন স্থানে যোগ ব্যায়ামে অংশগ্ৰহণ করেন। এবছর ভারত ক্লাইমেট অ্যাকশনকে থিম হিসেবে নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে।

প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং এদিন সকালে দিল্লির রাজপথে যোগানুষ্ঠানে অংশ নেন। দিল্লির সাংসদ মীনাক্ষি লেখি এবং ব্যাপক সংখ্যক মানুষ কেন্দ্ৰীয় মন্ত্ৰীর সঙ্গে যোগ ব্যায়াম কসরৎ করেন। অন্যদিকে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন এবং পুব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর শাহদরায় যমুনা স্পোর্টস কমপ্লেক্সের যোগ সেশনে অংশ নিয়ে যোগাভ্যাস করেন। তাঁদের সঙ্গেও অসংখ্য মানুষ এই যোগানুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি জুবিন ইরানি দিল্লির বিজওয়াসেনে আয়োজিত যোগানুষ্ঠানে অংশগ্ৰহণ করেন। তাঁর সঙ্গে অনেক মানুষ যোগাভ্যাসে শামিল হন। ওদিকে সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাস অনুষ্ঠানে কসরত করেন লোকসভার নবনির্বাচিত অধ্যক্ষ ওম বিড়লা।

এদিন শুধু দিল্লিতে বিজেপি-র পক্ষ থেকে প্ৰায় ৩০০টি যোগশিবির আয়োজন করা হয়।এগুলোতেও ব্যাপক সংখ্যক মানুষকে যোগাভ্যাসে অংশগ্ৰহণ করতে দেখা গিয়েছে।

রাজধানী দিল্লির বুকে আায়োজিত শিবিরগুলিতে ১০ লক্ষেরও বেশি মানুষকে অংশ নিতে দেখা গিয়েছে। এদিকে অসমেও গুয়াহাটির সরুসজাই ক্ৰীড়াঙ্গনে আজ পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস রাজ্য পর্যায়ে পালন করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com