ইন্ডিয়া পোস্ট রিক্ৰুটমেন্ট ফর জুনিয়র অ্যাকাউন্টেন্ট ২০২০

ইন্ডিয়া পোস্ট রিক্ৰুটমেন্ট ফর জুনিয়র অ্যাকাউন্টেন্ট ২০২০
ডিরেক্টর অফ অ্যাকাউন্টস(পোস্টাল),আসাম,সার্কল,গুয়াহাটি গ্ৰুপ সি-র কিছু খালি পদ ডেপুটেশনের ভিত্তিতে পূরণের জন্য পোস্টাল ডিপার্টমেন্ট সহ বিভিন্ন মন্ত্ৰক/সরকারি বিভাগ/রাজ্য সরকার/পিএসইউএস-এর অধীনে কর্মরতদের মধ্য থেকে নিচে দেওয়া বিস্তারিত বিবরণ অনু্যায়ী নিয়োগের প্ৰস্তাব রেখেছেন।
পদের নামঃ জুনিয়র অ্যাকাউন্টেন্ট
বেতনঃ ৫২০০ -২০০০০ টাকা,জিপি অফ ২৮০০ টাকা
খালি পদঃ ১০
শেষ তারিখঃ ০৬-০৩-২০২০
প্ৰার্থীদের সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করার আগে যোগ্যতার মান সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি সতর্কতার সঙ্গে পড়ে দেখার সুপারিশ করা হয়েছে।
আগ্ৰহী প্ৰার্থীরা উল্লিখিত পদে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগের জন্য নিম্ন স্বাক্ষরকারীর উদ্দেশে ০৬-০৩-২০২০ এর মধ্যে আবেদন করতে পারেন। বিস্তারিত দেখা যাবে ওয়েবসাইট www.indiapost.gov.in-এ।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,শোণিতপুর রিক্ৰুটমেন্ট ২০২০