বুলেটপ্ৰুফ হেলমেট তৈরি করলেন ভারতীয় সেনার মেজর অনুপ মিশ্ৰ

বুলেটপ্ৰুফ হেলমেট তৈরি করলেন ভারতীয় সেনার মেজর অনুপ মিশ্ৰ
Published on

নয়াদিল্লিঃ ভারতীয় সেনাবাহিনীর মেজর অনুপ মিশ্ৰ বুলেটপ্ৰুফ হেলমেট উদ্ভাবন করেছেন যা ১০ মিটার দূর থেকে ছোড়া একে-৪৭-র গুলি আটকে দিতে পারে। অভেদ্য প্ৰজেক্টের অধীনে এই ব্যালিস্টিক হ্যালমেটটি উদ্ভাবন করা হয়েছে। মেজর মিশ্ৰ এর আগে বুলেটপ্ৰুফ জ্যাকেট উদ্ভাবন করেছিলেন যা স্নিপার বুলেট থেকে সুরক্ষা দিতে পারে। প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,মিশ্ৰ ইন্ডিয়ান আর্মির কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং থেকে এসেছেন। তিনিই এই জ্যাকেটটি তৈরিতে উদ্যোগ নিয়েছিলেন। ইন্সটিটিউট একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই গানশট লোকেটরটি নিয়ে এসেছে,যা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা বলে বিবেচিত গানশট লোকেটর।

তৎকালীন প্ৰতিরক্ষামন্ত্ৰী সুভাষ ভামরে ২০১৮ সালে এক লিখিত জবাবে জানিয়েছিলেন ২০১৬-১৭ বর্ষে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাজস্ব পথে ৫০ হাজার বুলেটপ্ৰুফ জ্যাকেট সংগ্ৰহ করা হয়েছিল। বাই ইন্ডিয়ান ক্যাটেগরির অধীনে আরও ১,৮৬,১৩৮টি বুলেটপ্ৰুফ জ্যাকেট(বিপিজে)ক্যাপিটেল রুটের মাধ্যমে সংগ্ৰহের জন্য চুক্তিটি ২০১৮ সালের এপ্ৰিলে সমাপ্ত হয়েছে। কাপিটেল রুটে ১,৫৮,২৭১ ব্যালিস্টিক হেলমেট সংগ্ৰহের জন্য একটি চুক্তি সম্পন্ন হয়েছিল ২০১৬ সালের ডিসেম্বরে।

প্ৰাক্তন সেনাপ্ৰধান এবং বর্তমান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত প্ৰতিরক্ষা খাতে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং যুদ্ধের জন্য যোগাযোগবিহীন প্ৰযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন।

এবছর জানুয়ারিতে লাইট কমবেট এয়ারক্ৰ্যাফটের নেভেল সংস্করণ আইএনএস বিক্ৰমাদিত্যে সফলভাবে অবতরণ করেছিল। এভাবেই দেশীয় প্ৰযুক্তি ক্ৰমশ বিকশিত হচ্ছে। এই সাফল্য এখন ভারতীয় নৌবাহিনীর জন্য টুইন ডেক বেসড ফাইটার তৈরি ও এর উৎপাদনের পথ প্ৰশান্ত করবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mobile Handsets worth Rs 20 lakhs stolen from a shop in Biswanath

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com