পুব কার্বি আংলং জেলায় সেনাবাহিনীর চিকিৎসা শিবির

পুব কার্বি আংলং জেলায় সেনাবাহিনীর চিকিৎসা শিবির

গুয়াহাটিঃ অপারেশন সদভাবনা প্ৰকল্পের অধীনে ভারতীয় সেনারা শনিবার পুব কার্বি আংলং জেলার প্ৰত্যন্ত গ্ৰামাঞ্চলের বাসিন্দাদের জন্য একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে। বাগুরি সেনা শিবির তাদের সদভাবনা কর্মসূচির অংশ হিসেবে পুব কার্বি আংলং জেলার আনজুকপানি গ্ৰামে চিকিৎসা শিবিরটি পরিচালনা করে। চিকিৎসা শিবির স্থাপনের ফলে আনজুকপানি,কালিভিতি,হান্সপানি,সোনাজুরি,বালিজুরি,খাসপুঞ্জি,লাংখাং,হাতিমুরি এবং প্ৰত্যন্ত পাহাড়ি এলাকার বহু আবাসিক উপকৃত হন। এই শিবিরে ৩৪৮ জন গ্ৰামবাসীকে চিকিৎসা সাহা্য্য দেওয়া হয়। সমাজের দুর্বলতর শ্ৰেণি,বয়োজ্যেষ্ঠ নাগরিক,মহিলা ও শিশু বিশেষভাবে উপকৃত হন শিবির আয়োজনের ফলে। ভারতীয় সেনার বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল শিবিরে উপস্থিত থেকে শিবিরে আসা লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্ৰ দেন। গ্ৰামগঞ্জের মানুষের স্বাস্থ্য রক্ষায় সেনাদের এই মহৎ প্ৰচেষ্টার উচ্ছ্বসিত প্ৰশাংসা করেছেন স্থানীয় লোকেরা। ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগের প্ৰতি গ্ৰামবাসীরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP organized Gandhi Sankalpa Zatra in Dhemaji's Silapathar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com