আন্তর্জাতিক সীমান্ত প্ৰহরায় ড্ৰোন কিনবে ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক সীমান্ত প্ৰহরায় ড্ৰোন কিনবে ভারতীয় সেনাবাহিনী

নয়াদিল্লিঃ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারতীয় সেনাবাহিনী ব্যাপক সংখ্যক ড্ৰোন কেনার পরিকল্পনা করছে। এই ড্ৰোনগুলি কেনা হলে তা ১.২ মিলিয়ন ভারতীয় সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার ক্ষেত্ৰে প্ৰভূত সাহা্য্য করবে। পাকিস্তান ও চিনের সঙ্গে ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সীমান্ত এলাকাগুলোতে সব সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সব সময়ই প্ৰয়োজন। মনিটরিং ড্ৰোনগুলো সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি ব্যবস্থা চালিয়ে যেতে নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে সাহা্য্য করবে। আন্তঃসীমান্তে যেকোনও ধরনের অপরাধ ও হুমকির মোকাবিলায়ও ড্ৰোন উল্লেখযোগ্য ভূমিকা নেবে। ড্ৰোন ব্যবহার করা হলে তা ভারতীয় সেনাবাহিনীকে সুদক্ষ হতে আরও সাহা্য্য করবে এবং যেকোনও ধরনের অনুপ্ৰবেশ সমস্যার সরেজমিনে মোকাবিলায় সফল হবে সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর প্ৰধান জেনারেল বিপিন রাওয়াত ড্ৰোন ক্ৰয় ও এর ব্যবহার সম্পর্কে শনিবার নতুন দিল্লিতে বক্তব্য তুলে ধরেন।

তবে ড্ৰোন কেনা এবং এর ব্যবহার সম্পর্কে বিশেষ কিছু খুলে বলেননি সেনা প্ৰধান রাওয়াত। সরকারি পরিকল্পনা অনু্যায়ী দশ বছর সময়সীমার মধ্যে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার এই খাতে খরচ করা হবে। পড়শি দেশ পাকিস্তান ও চিনের কাছ থেকে আসা ঘনঘন হুমকির মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি ও আধুনিকীকরণে এই অর্থ ব্যয়ের লক্ষ্য স্থির করা হয়েছে। গত সাত দশকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে তিন তিনটি বড় লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধেও ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে হয়। প্ৰতিদ্বন্দ্বী রাষ্ট্ৰ থেকে আসা যেকোনও হুমকির মুখোমুখি হাতে ভারতের প্ৰস্তুত থাকার বিশেষ প্ৰয়োজন রয়েছে। চিনের ক্ষেত্ৰেও পরিস্থিতি প্ৰায় একই রকম বলা যায়। ১৯৬২-সালে চিনের সঙ্গেও ভারতকে লড়তে হয়েছিল এবং সেই লড়াইয়ে হার মানতে হয়েছিল ভারতকে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক প্ৰযুক্তি সমৃদ্ধ ও সুসজ্জিত। ১৫০টির বেশি ইজরায়েলি স্পাই ড্ৰোন বর্তমানে ভারতের হাতে রয়েছে। ৬০০টি আনম্যান্ড আরিয়াল ভেহিকল কেনার জন্য ২০১৭ সালে টেন্ডার ডেকেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্ৰের তৈরি সশস্ত্ৰ ড্ৰোন কেনারও পরিকল্পনা রয়েছে কেন্দ্ৰীয় সরকারের।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com