দুই বিদেশি মহিলার সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে ভারতের হেড কোচ রবি শাস্ত্ৰী

দুই বিদেশি মহিলার সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে ভারতের হেড কোচ রবি শাস্ত্ৰী
Published on

আইসিসি বিশ্বকাপ ক্ৰিকেট ২০১৯-এ ভারত এখনও মাঠে নামেনি। তবে আজই বিশ্বকাপের প্ৰথম ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্ৰিকার। মাঠে বিরাট বাহিনী কেমন পারফরম্যান্স করবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে মাঠের বাইরে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্ৰীর কিছু দায়িত্বজ্ঞানহীন আচরণ সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই অপরিচিত বিদেশি মহিলার পাশে দাঁড়িয়ে হেড কোচ শাস্ত্ৰী ক্যামেরার সামনে পোজ দেওয়ার বিষয়টি এক বিরূপ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি করেছে।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই এনিয়ে ক্ৰিকেট বোদ্ধা মহলে সমালোচনার লহর ওঠে। ভারতের ম্যাচের আগে দুই বিদেশি তরুণীর সঙ্গে শাস্ত্ৰীর এই ছবি সমালোচকদের চোখে দৃষ্টিকটূ ঠেকেছে। ড্যানিস ফ্ৰেডম্যান নামে একজন অস্ট্ৰেলিয়ান ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন। ফ্ৰেডম্যান পাকিস্তান ক্ৰিকেট দলের একজন বড় ফ্যান। সমালোচকরা এই ছবি দেখে বলাবলি করছেন,বয়স ও পদমর্যাদার কথা বিবেচনা করলে শাস্ত্ৰীর এমন ছবি সত্যিই বেমানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com